তৈয়বুর রহমান (কালীগঞ্জ) গাজীপুর।
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জাংগালিয়া ইউনিয়নের পুনসহি গ্রামের হসিবুল মোল্লা (২৭) দীর্ঘদিন জন্ডিস রোগে আক্রান্ত থাকার পর মঙ্গলবার রাতে আজিমপুর হেল্থ কেয়ার হাসপাতালে মৃত্যুবরণ করেন।
ইন্নালিল্লাহি........রাজিউন। সে পুনসহি গ্রামের ওসমান মোল্লার ছেলে। মৃত্যুকালে তিনি পিতা,মাতা ১ স্ত্রীসহ অসংখ্যা গুনগ্রাহী রেখে গেছেন।
বুধবার সকালে পুনসহি কাচারী মাঠে নামাজে জানাযা শেষে পারিবারিক কবস্থানে তার লাশ দাফন সম্পন্ন করা হয়।
তার মৃত্যুতে- বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, রাজনৈতি দলের নেতা-কর্মী, জনপ্রতিনিধীসহ গন্যমান্য ব্যক্তিবর্গ গভীর শোক প্রকাশ করেন।