কসবা-আখাউড়ার জরাজীর্ণ রাস্তাগুলো দ্রুত মেরামতের ব্যবস্থা করা প্রয়োজন-আতাউর

আপলোড সময় : ০২-০৯-২০২৫ ১১:৫৫:২৮ অপরাহ্ন , আপডেট সময় : ০২-০৯-২০২৫ ১১:৫৫:২৮ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের প্রচার-মিডিয়া সেক্রেটারি ও বি-বাড়ীয়া: ৪ আসনের সংসদ সদস্য প্রার্থী আতাউর রহমান সরকার বলেছেন, বি-বাড়ীয়া সদর থেকে আখাউড়া তন্তর বাজার হয়ে কসবা পর্যন্ত এবং আখাউড়া থেকে কসবা সদর পর্যন্ত রাস্তা চলাচলের অনুপযোগী।

খানাখন্দে ভরা এ রাস্তাগুলোতে অসুস্থরা চলাচলে কষ্ট পাচ্ছে। এমতাবস্থায় রাস্তা, ব্রিজগুলো মেরামতের জন্য অন্তবর্তিকালীন সরকারের প্রতি আহবান জানাচ্ছি। 

তিনি আজ সকাল ৯টায় কসবা রেলস্টেশন চত্বরে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। কসবা পৌরসভা আমীর হারুন রশিদের সভাপতিত্বে এবং সহকারী সেক্রেটারি নুর মাজিদুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত পথসভায়

বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী বি-বাড়ীয়া জেলার মজলিসে শূরা সদস্য দ্বীন ইসলাম ভুইয়া, উপস্থিত ছিলেন, জামায়াতের পৌরসভার কর্মপরিষদ সদস্য জসিম উদ্দিন, আখতার হোসেন, সাইফুল ইসলাম শাহিন, আবু বকর ছিদ্দীক, আব্দুর রহমান, সামছুল হক, আবু ছালেহ ইয়াছিন প্রমুখ।

আতাউর রহমান সরকার বলেন, কসবা উপজেলার তারাপুরে খনিজ সম্পদ আবিষ্কার হয়েছে অথচ অদৃশ্য শক্তির ইঙ্গিতে খননের কাজ বন্ধ।অবিলম্বে খননের কাজ শুরু করতে হবে।

আতাউর রহমান সরকার আজ ভোর ৭টা থেকে সন্ধ্যা ৬.১৫টা পর্যন্ত পৌরসভার হাকড়, বগাবাড়ী,কৃষ্ণপুর, তারাপুর, আড়াইবাড়ী এলাকায় ব্যাপক গণসংযোগ করেন।



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]