ঢাকা-১৫ আসনে আমীরে জামায়াতের পক্ষে গণসংযোগ নির্বাচন নিয়ে ষড়যন্ত্র প্রতিহত করতে ঐক্যবদ্ধ থাকতে হবে-ড. মুহাম্মদ রেজাউল করিম।

আপলোড সময় : ০২-০৯-২০২৫ ১১:৫০:২৮ অপরাহ্ন , আপডেট সময় : ০২-০৯-২০২৫ ১১:৫০:২৮ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

ক্ষুধা ও দারিদ্রমুক্ত সুখী-সমৃদ্ধ, বৈষম্যহীন ও ইনসাফপূর্ণ বাংলাদেশ গড়তে ডা. শফিকুর রহমানের নেতৃত্বাধীন জামায়াতে ইসলামীর পক্ষে গণরায় প্রদান করতে সকল স্তরের জনগণের প্রতি আহবান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম।

তিনি আজ বিকেলে কাফরুল দক্ষিণ থানা জামায়াতের উদ্যোগে ঢাকা-১৫ আসনে সংসদ সদস্য প্রার্থী আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের পক্ষে ইব্রাহিমপুর হইতে পুলপার-মিরপুর ১৩ এলাকায়  নির্বাচনী গণসংযোগকালে এসব কথা বলেন।

এ সময় মহানগরী সেক্রেটারির সাথে উপস্থিত ছিলেন,
ঢাকা মহানগরী উত্তরের মজলিসে শূরা সদস্য ও থানা সেক্রেটারি মুহাম্মদ  আবু নাহিদ থানা কর্মপরিষদ সদস্য বোরহান আলী, সালাউদ্দিন শাহিন,  ওয়াহিদুর রহমান তপন, ছাত্রনেতা নাইমুর রহমান, জামায়াত নেতা আব্দুল্লাহ আল মামুন, জহির উদ্দিন, সনেট, জাকির হোসেন, শামিম, এনামুল, নুর আহমেদ ও শ্রমিক নেতা সেলিম খলিফা প্রমূখ।

ড. রেজাউল করিম বলেন, বর্তমান সরকার ছাত্র জনতার গণঅভ্যুত্থানের ফসল। তাই তাদেরক জনগণের কাছে দেওয়া সকল প্রতিশ্রুতি রক্ষা করতে হবে। সে প্রতিশ্রুতির অংশ হিসাবেই তারা রাষ্ট্র সংস্কারের জন্য বেশ কয়েকটি সংস্কার কমিশন গঠন করেছে। আমরা সকল কমিশনকে সাধ্যমত সহযোগিতা করার চেষ্টা করেছি।

এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে অনেক বিষয়েই ঐকমত্য হয়েছে। কিন্তু একটি বড় রাজনৈতিক দল এসব সংস্কারকে সাংবিধানিক বা আইনগত ভিত্তি দিতে চায় না। কিন্তু অন্তর্বর্তী সরকারের বৈধতার জন্যই রাষ্ট্রীয় সংস্কারগুলোকে সাংবিধানিক ভিত্তি দিতে হবে। তাই অন্তর্বর্তী সরকারকে পিছে আসার কোন সুযোগ নেই বরং সংস্কার ও গণহত্যাকারীদের বিচার দৃশ্যমান পরই নির্বাচন দিতে হবে। আর সে নির্বাচন হতে হবে পিআর পদ্ধতিতে। ভোট চুরির নির্বাচন জনগণ কোন ভাবেই মেনে নেবে। তিনি পিআর পদ্ধতির নির্বাচন আদায়ে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান। 

তিনি বলেন, দায়সারা গোছের কোন নির্বাচন জনগণ মানবে না বরং নির্বাচন হতে হবে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য। এ দাবি কোন ভাবেই পাশ কাটানোর সুযোগ নেই। আর প্রচলিত পদ্ধতির নির্বাচনে জনমতের পুরোপুরি প্রতিফলন হয় না। মূলত, জুলাই সনদ প্রণয়ন করে সাংবিধানিক ভিত্তি দিয়েই সে সনদের ভিত্তিতেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হতে হবে।

এসব ক্ষেত্রে আইনী প্রতিবদ্ধকতা দূর করার জন্য রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি বা প্রয়োজনে গণভোটের আয়োজন করতে হবে। তিনি নির্বাচন নিয়ে যেকোন ষড়যন্ত্র প্রতিহত করতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।




 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]