দেশনায়ক তারেক রহমান, শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার আদর্শে দেশকে এগিয়ে নিচ্ছেন : ফরহাদ হোসেন আজাদ

আপলোড সময় : ০২-০৯-২০২৫ ১১:৩১:০৭ অপরাহ্ন , আপডেট সময় : ০২-০৯-২০২৫ ১১:৩১:০৭ অপরাহ্ন

মোঃ আকতারুজ্জামান, দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি- বিএনপির কেন্দ্রীয় কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ বলেছেন, দেশনায়ক তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আদর্শে দেশকে নেতৃত্ব দিচ্ছেন। জনগণের উন্নয়নে ঘোষিত ৩১ দফা কর্মসূচি ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।

তিনি আরও বলেন, আগামীর বাংলাদেশকে সমৃদ্ধ ও উন্নত করতে এবং আগামী নির্বাচনের জন্য নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা ও দেশের সার্বভৌমত্ব রক্ষার লক্ষ্যে বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। গত ৪৭ বছরে বিএনপি দেশের মানুষের কল্যাণে কাজ করেছে।

এজন্য জনগণ বিএনপির ওপর আস্থা রাখেন। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড়ের দেবীগঞ্জ বিজয় চত্বরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুণ গণি বসুনিয়া।

উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন তোবারক হ্যাপী, পৌর বিএনপির সভাপতি সরকার ফরিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আশরাফুল আলম সোহেলসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এর আগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। সভায় উপজেলার ১০ ইউনিয়ন থেকে প্রায় পাঁচ হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন।



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]