নান্দাইল সদর প্রেসক্লাবের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আপলোড সময় : ০২-০৯-২০২৫ ১১:১৩:২১ অপরাহ্ন , আপডেট সময় : ০২-০৯-২০২৫ ১১:১৩:২১ অপরাহ্ন


নিজস্ব প্রতিবেদক- তৌহিদুল ইসলাম সরকার।

ময়মনসিংহের- নান্দাইল সদর প্রেসক্লাবের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর ২০২৫ ইং) সকাল ১০টা ৩০ মিনিটে বিভিন্ন প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ, অতিথি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অংশগ্রহণে একটি র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

র‍্যালি শেষে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হলরুমে আলোচনা সভা, দোয়া মাহফিল ও সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সারমিনা সাত্তার।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- এ.এফ.এম আজিজুল ইসলাম পিকুল, সাবেক মেয়র নান্দাইল পৌরসভা, খন্দকার জালাল উদ্দিন মাহমুদ, অফিসার্স ইনচার্জ নান্দাইল মডেল থানা, ব্যারিস্টার অপু, লন্ডন প্রবাসী সমাজসেবক।


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- আনোয়ার হোসেন মাস্টার, নজরুল ইসলাম ফকির, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষার্থীবৃন্দ, পত্রিকা বিক্রেতা (হকার) সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।


সভাপতিত্ব করেন- নান্দাইল সদর প্রেসক্লাবের সভাপতি মো. মোখলেছুর রহমান। সঞ্চালনা করেন- সাধারণ সম্পাদক মো. আকরাম হোসেন (সেনা সদস্য অব.) এবং সদস্য এনায়েত করিম ভূঁইয়া।


আলোচনা সভায় বক্তব্য রাখেন- ইউএনও সারমিনা সাত্তার, সাবেক মেয়র এ.এফ.এম আজিজুল ইসলাম পিকুল, ওসি খন্দকার জালাল উদ্দিন মাহমুদ, ব্যারিস্টার অপু, আনোয়ার হোসেন মাস্টার, সাংবাদিক এনামুল হক বাবুল, সাংবাদিক রবিউল আলম ফরাজী ও সাংবাদিক রমেশ কুমার পার্থ।


বক্তারা বলেন- নান্দাইল সদর প্রেসক্লাব প্রতিষ্ঠালগ্ন থেকেই সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে সমাজ উন্নয়নে ভূমিকা রেখে আসছে। সাংবাদিকরা সমাজের দর্পণ হিসেবে কাজ করেন। তাই তাদের দায়িত্বশীলতা, সততা ও পেশাদারিত্ব দেশের অগ্রযাত্রায় বিশেষ অবদান রাখবে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখা ব্যক্তিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।


বিশেষ সম্মাননা স্মারকপ্রাপ্তরা হলেন- ১। সারমিনা সাত্তার, উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট – মানবিক কর্মকাণ্ডে বিশেষ অবদানের জন্য।

২। এ.এফ.এম আজিজুল ইসলাম পিকুল, সাবেক পৌর মেয়র-জনসেবায় বিশেষ অবদানের জন্য।

৩। মোহাম্মদ সামছুল হক আকন্দ, পরিচালক, মরহুম আব্দুল জলিল শিক্ষা ফাউন্ডেশন- সমাজসেবায় বিশেষ অবদানের জন্য।

৪। ব্যারিস্টার অপু - সমাজসেবায় বিশেষ অবদানের জন্য।

৫। মো. এনামুল হক বাবুল, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ সাংবাদিক সমিতি (ঢাকা)-সাংবাদিক সংগঠক হিসেবে অবদানের জন্য।

৬। মো. রবিউল আলম ফরাজী, জেলা প্রতিনিধি দৈনিক কালের কণ্ঠ- সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য।

৭। রমেশ কুমার পার্থ, প্রতিনিধি প্রতিদিনের বাংলাদেশ-সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য।

৮। খন্দকার জালাল উদ্দিন মাহমুদ, অফিসার্স ইনচার্জ, নান্দাইল মডেল থানা- আইনশৃঙ্খলা রক্ষায় অবদানের জন্য। এবং

৯। শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান রাখার, জন্য নান্দাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও সমুর্ত জাহান মহিলা কলেজের প্রতিষ্ঠতা মরহুম আব্দুল হাকিম ভুঁইয়াকে মরণোত্তর বিশেষ সম্মাননা স্বারক প্রদান করা হয়।


নান্দাইল সদর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও সদস্য সম্মাননা: প্রাপ্ত হলেন- মো. মোখলেছুর রহমান (সভাপতি), মো. আকরাম হোসেন (সাধারণ সম্পাদক), মো. তৌহিদুল ইসলাম সরকার (সহ-সভাপতি), শেখ জহিরুল ইসলাম (যুগ্ম-সাধারণ সম্পাদক), মো. রবিকুল ইসলাম (কোষাধ্যক্ষ), মোঃ আশিকুর রহমান (দপ্তর সম্পাদক), মো. এমদাদুল হক ভূইয়া (গ্রন্থাগার সম্পাদক), মো. রাশেদ হাসান (প্রচার সম্পাদক), মো. মোস্তফা আল মাহদী (পাঠাগার সম্পাদক), মো. আনোয়ার হোসেন (প্রতিষ্ঠাতা সদস্য), এনায়েত করিম ভূঁইয়া (সদস্য), এ.টি.এম. হুমায়ূন কাদির কামাল (সদস্য), মো. সায়েদুর রহমান ফারুক (সদস্য), মো. রাকিব মিয়া (সদস্য), মো. তারিকুল আলম (সদস্য), মো. শাহজাহান কবির সাজু (প্রতিষ্ঠাতা সদস্য)।


আলোচনা শেষে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমিনা সাত্তার। পরি বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন হাফেজ এমদাদুল হক।



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]