মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার জটাবাড়ি ফাজিল ডিগ্রি মাদরাসা পরিদর্শন

আপলোড সময় : ০২-০৯-২০২৫ ১০:৪০:৪২ অপরাহ্ন , আপডেট সময় : ০২-০৯-২০২৫ ১০:৪০:৪২ অপরাহ্ন
 
জুয়েল রানা, মধুপুর প্রতিনিধি।
 
মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মধুপুর পৌরসভার প্রশাসক মোঃ জুবায়ের হোসেন মঙ্গলবার (২ সেপ্টেম্বর ২০২৫) দুপুরে উপজেলার জটাবাড়ি ফাজিল ডিগ্রি মাদরাসা পরিদর্শন করেছেন। এসময় তিনি শিক্ষা প্রতিষ্ঠানটির সার্বিক কার্যক্রম, পরিবেশ এবং শিক্ষক-শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিতে গৃহীত পদক্ষেপ ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করেন।
 
সেখানে উপস্থিত, শিক্ষকবৃন্দকে দায়িত্বশীলতার সঙ্গে পাঠদান করার পরামর্শ দেন এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষা প্রতিষ্ঠানের সামগ্রিক পরিবেশ উন্নয়নের গুরুত্ব তুলে ধরেন।পরে মাদরাসায় এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন- “শিক্ষা জাতির মেরুদণ্ড। একটি উন্নত জাতি গঠনে আধুনিক ও মানসম্মত শিক্ষার কোনো বিকল্প নেই। এজন্য শিক্ষক-অভিভাবক-শিক্ষার্থী সবার সম্মিলিত প্রচেষ্টাই সবচেয়ে জরুরি।”
 
মতবিনিময় সভা শেষে মাদরাসার অধ্যক্ষ মাওলানা রফিকুল ইসলাম ও শিক্ষকবৃন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
 
এ সময় উপস্থিত ছিলেন- মাদরাসার অধ্যক্ষ মাওলানা রফিকুল ইসলাম উপাধ্যক্ষ এ বি এম সিদ্দিকুর রহমান দাতা সদস্য ও সাবেক কাউন্সিলর আলহাজ্ব আব্দুস সালাম সরকার সকল শিক্ষক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]