পাবনার ফরিদপুরে মোটরসাইকেল ও ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ জন।

আপলোড সময় : ০২-০৯-২০২৫ ১০:২৩:৪০ অপরাহ্ন , আপডেট সময় : ০২-০৯-২০২৫ ১০:২৩:৪০ অপরাহ্ন
 
সুমন মন্ডল পাবনা প্রতিনিধি

পাবনার ফরিদপুরে ট্রাকের সাথে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী মা-মেয়ে ও বাবা নিহত হয়েছে। আজ মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার ডেমরা চকচকিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাত জামান এই তথ্য নিশ্চিত করেছেন।
 
নিহতরা হলেন- চাটমোহর উপজেলার চরপাড়া গ্রামের সোহেল রানার স্ত্রী আউলিয়া খাতুন (২৫) ও তার মেয়ে সুমাইয়া (৭) ও আহত সোহেল রানা (২৮)। সোহেল রানার পিতার নাম আক্কাস আলী।
 
ফরিদপুর থানার ওসি হাসনাত জামান জানান, সকালে সিরাজগঞ্জের শাহজাদপুর থেকে মোটরসাইকেলে সোহেল রানা তার স্ত্রী ও মেয়েকে নিয়ে চাটমোহরে বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে ফরিদপুর উপজেলার ডেমরা চকচকিয়া এলাকায় বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
 
এতে ঘটনাস্থলেই মা ও মেয়ে নিহত হয়। গুরুতর আহত অবস্থায় সোহেল রানাকে প্রথমে ফরিদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করে স্থানীয়রা। পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে পাবনা জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন চিকিৎসক। সেখানে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
 
ওসি আরো জানান, খবর পেয়ে দুর্ঘটনাস্থল থেকে নিহত মা-মেয়ের মরদেহ উদ্ধার করে পুলিশী হেফাজতে নেওয়া হয়। আইনগত প্রক্রিয়া শেষে তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তবে নিহত সোহেল রানার স্যামসং ব্যান্ডের মোবাইল, স্রী আউলিয়া খাতুনের গলায় থাকা একটা চেন, এক জোড়া দুল, এক জোড়া বালা, মেয়ে সুমাইয়ার দুল এক জোড়া, ও চেন একটা স্হানীয় ফায়ার ষ্টেশন অফিসার মোঃ আলতাব হোসেন স্বজনদের কাছে হস্তান্তর করেন। ঘাতক ট্রাক থানায় আটক আছে রেজিঃ নং ঝিনাইদহ ট- ১১-০৪৪৭। 


 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]