পঞ্চগড়ে নাইটগার্ড রফিকুল ইসলাম হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার

আপলোড সময় : ০২-০৯-২০২৫ ০৪:৫২:১১ অপরাহ্ন , আপডেট সময় : ০২-০৯-২০২৫ ০৪:৫২:১১ অপরাহ্ন

মোঃ আব্দুল্লাহ আল মুকিম রাজু, পঞ্চগড় প্রতিনিধি।

পঞ্চগড় সদর উপজেলার টুনিরহাট বাজার এলাকায় নাইটগার্ড রফিকুল ইসলাম হত্যাকাণ্ডের প্রধান আসামী আরমান ইসলাম আমজাদ (২৭) কে গ্রেফতার করেছে পুলিশ।

গত ৪ আগস্ট (২০২৫) গভীর রাতে সদর উপজেলার কামাত-কাজলদিঘী ইউনিয়নের টুনিরহাট বাজারে মাহাবুব আলম প্রধানের কাঠের স মিলের বারান্দায় নাইটগার্ড রফিকুল ইসলামকে গলা কেটে হত্যা করা হয়। এ ঘটনায় সদর থানায় অজ্ঞাত আসামীদের বিরুদ্ধে একটি হত্যা মামলা রুজু করা হয়।

দীর্ঘ অনুসন্ধান ও প্রযুক্তির সহায়তায় পুলিশ মূল আসামী আরমান ইসলাম আমজাদকে সনাক্ত করতে সক্ষম হয়। পরে জানা যায়, সে ঢাকায় পালানোর পরিকল্পনা করেছে। এ তথ্যের ভিত্তিতে ডিবি ও সদর থানা পুলিশের যৌথ টিম সোমবার (১ সেপ্টেম্বর) দুপুর থেকে হাড়িভাসা এলাকায় অবস্থান নেয়। বিকাল ৪টার দিকে আসামী অটোযোগে জগদল বাজারের উদ্দেশ্যে রওনা দিলে পুলিশ তাকে আটক করে।

গ্রেফতারের পর আসামী স্বীকার করে যে, হত্যার দিন রাতে সে ও রফিকুল ইসলাম বারান্দায় বসে তাস খেলছিল। খেলার নিয়ম নিয়ে বিরোধের এক পর্যায়ে রফিকুল কাস্তে দিয়ে তাকে আঘাত করে। আত্মরক্ষার্থে আরমান কাস্তে কেড়ে নিয়ে প্রথমে রফিকুলের গলায় আঘাত করে এবং পরে জবাই করে মৃত্যু নিশ্চিত করে। পরে হত্যার অস্ত্রটি টুনিরহাট ব্রিজের নিচে ফেলে দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে বলে পুলিশের কাছে স্বীকার করে।

পুলিশ জানায়, আটক আসামীকে আদালতে সোপর্দ করা হবে এবং মামলার তদন্ত দ্রুত সম্পন্ন করা হবে।



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]