বরিশালে জুলাই বিপ্লবের শহীদ স্মারক গ্রন্থের প্রথম দশ খণ্ড বিতরণ।

আপলোড সময় : ০২-০৯-২০২৫ ১২:৪৬:৩৮ পূর্বাহ্ন , আপডেট সময় : ০২-০৯-২০২৫ ১২:৪৬:৩৮ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক 

বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল মহানগর শাখার উদ্যোগে “জুলাই বিপ্লবের সঠিক ইতিহাস ও শহীদদের তালিকা” জাতির সামনে তুলে ধরার লক্ষ্যে প্রকাশিত শহীদ স্মারক: দ্বিতীয় স্বাধীনতার শহীদ যারা গ্রন্থের পান্ডুলিপির প্রথম দশ খণ্ড নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও গ্রন্থাগারে বিতরণ করা হয়েছে।

রবিবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় বরিশাল সরকারি বিএম কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শেখ মোহাম্মদ তাজুল ইসলামের হাতে গ্রন্থের পান্ডুলিপি তুলে দেন বরিশাল মহানগর জামায়াতের আমির অধ্যক্ষ জহির উদ্দিন মোহাম্মদ বাবর। 

এ সময় উপস্থিত ছিলেন, মহানগর জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মাহমুদ হোসাইন দুলাল, কর্মপরিষদ সদস্য অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান, মো. শামীম কবির, বিএম কলেজ শাখার শিবির সভাপতি শাহেদ খানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বরিশাল মহানগর জামায়াতের আমির অধ্যক্ষ জহির উদ্দিন মোহাম্মদ বাবর বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধসহ এ যাবৎ যত গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস রয়েছে, সেগুলো অল্প সময়ের মধ্যেই বিকৃত হয়ে গেছে। প্রকৃত ইতিহাস জাতির সামনে থাকে না। জুলাই বিপ্লবের পরপরই জামায়াতে ইসলামী উদ্যোগ নিয়েছিল এই বিপ্লবের প্রকৃত ইতিহাস লিপিবদ্ধ করে সংরক্ষণ করার। এর ধারাবাহিকতায় আমাদের আমিরে জামায়াতের নির্দেশনায় প্রাথমিক কাজ সম্পন্ন হয়েছে। আজ বরিশাল সরকারি বিএম কলেজের অধ্যক্ষের কাছে শহীদ স্মারক গ্রন্থের প্রথম ১০ খণ্ড তুলে দেওয়া হলো। অচিরেই বাকি খণ্ডগুলো প্রকাশিত হবে।

পরে বরিশাল বিএম কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আবু তাহের মো. রাশেদুল ইসলাম, বরিশাল পাবলিক লাইব্রেরি ও গ্রন্থাগারের ডিজি মোহাম্মদ বেলায়েত হোসেনের হাতে বইয়ের খণ্ডসমূহ হস্তান্তর করা হয়।

শিক্ষক ও সুধীজনরা বলেন, জুলাই বিপ্লবের প্রকৃত ইতিহাস জাতির সামনে তুলে ধরতে এ উদ্যোগ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এ উদ্যোগ শিক্ষার্থী ও নতুন প্রজন্মের কাছে ইতিহাস জানার সুযোগ সৃষ্টি করবে।



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]