
মোঃ অপু খান চৌধুরী।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন ও শিখন ঘাটতি বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১ সেপ্টেম্বর (সোমবার) বিকেলে ব্রাহ্মণপাড়া উপজেলা মিলনায়তনে, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে এ মতবিনিময়ে সভা অনুষ্ঠিত হয়।
সভায় ব্রাহ্মণপাড়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হালিমা পারভীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা জাহান।
সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা জাহান বলেন, শিক্ষা হল একটি জাতীর মেরুদন্ড আর প্রাথমিক শিক্ষা হল শিক্ষার্থীর মেরুদন্ডের মূল ভিত্তি। আগামী প্রজন্মকে শিক্ষিত জাতিতে রূপান্তর করতে হলে প্রাথমিক শিক্ষার কোন বিকল্প নেই। এ সময় তিনি পিইডিপি -৪ এর আওতায় ৭০ টি প্রাথমিক বিদ্যালয়ে মাল্টিমিডিয়া প্রজেক্টর বিতরণ এবং প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সাথে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নের লক্ষে বিভিন্ন দিক তুলে ধরেন।
এ সময় উপস্থিত ছিলেন, সহকারী শিক্ষা অফিসার মাসুদ ইবনে হোসাইন, সাবেক প্রধান শিক্ষক আব্দুল হক সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ।