ব্রাহ্মণপাড়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আপলোড সময় : ০২-০৯-২০২৫ ১২:৪০:৪৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ০২-০৯-২০২৫ ১২:৪০:৪৬ পূর্বাহ্ন

মোঃ অপু খান চৌধুরী।

বর্ণাঢ্য আয়োজনে ব্রাহ্মণপাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। গতকাল সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে বাংলাদেশ বার কাউন্সিল এর এডুকেশন কমিটি সভাপতি ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুনের উদ্যোগে প্রফেসর সেকান্দর আলী বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে প্রাঙ্গনে  উপজেলা বিএনপি'র (আংশিক) উদ্দ্যোগে এক আলোচনা সভা ও কেক কেটে অনুষ্ঠান উদযাপন করা হয়। 

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক মো: হুমায়ুন কবির খান।

উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক এনায়েত করিম ভূইয়া, সাবেক সাহেবাবাদ ডিগ্রি কলেজের জিএস ও বিএনপির নেতা মাহবুবুর রহমান ভূইয়া দিদার, সাবেক উপজেলা যুবদলের আহ্বায়ক আবু ইউসুফ বাবুল, বিএনপির নেতা এমরান হোসেন মাষ্টার, উপজেলা জিয়া স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক জয়নাল হাজারী, সাবেক ছাত্র দলের ছাত্র বিষয়ক সম্পাদক মো: হাসান, গাজী ইসরাফিলসহ বহু নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন, নির্বাচন নিয়ে কোন প্রকার ষড়যন্ত্র হলে তার জবাব রাজপথেই দেওয়া হবে বলে হুশিয়ারি দিয়ে বক্তারা আগামী নির্বাচনে বিএনপিকে রাষ্টক্ষমতায় আনতে সকল নেতাকর্মীকে যার যার অবস্থান থেকে কাজ করার আহ্বান জানান।

এ সময় নেতারা আরো বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কুমিল্লা -৫ থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ব্যারিষ্টার আবদুল্লাহ আল- মামুনের পক্ষে কাজ করে গণ জোয়ার সৃষ্টি করার জন্য আহবান জানান তারা।



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]