সিরাজদিখানে কাউসার খান হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচার দাবীতে মানববন্ধন

আপলোড সময় : ০১-০৯-২০২৫ ০৯:৪০:৩২ অপরাহ্ন , আপডেট সময় : ০১-০৯-২০২৫ ০৯:৪০:৩২ অপরাহ্ন
 
নাদিম হায়দার বিশেষ প্রতিনিধি। 
 
মুন্সীগঞ্জের সিরাজদিখানে মোঃ কাউসার খান হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও ফাঁসীর দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
 
সোমবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলার বাসাইল ইউনিয়নের সর্বস্তরের জনগণের উদ্যোগে ইমামগঞ্জ পরিষদ সংলগ্ন সিরাজদিখান-নিমতলা সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন শেষে ইমামগঞ্জ বাজার এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে “বিচার চাই, বিচার চাই—ফাঁসী চাই, ফাঁসী চাই” শ্লোগানে গ্রামীণ ব্যাংক এলাকায় গিয়ে শেষ হয়।
 
এ সময় বক্তব্য রাখেন, সাবেক বাসাইল ইউনিয়ন ৮নং ওয়ার্ডের মেম্বার জামাল হাওলাদার, সেরু হাওলাদার, বিশিষ্ট ব্যবসায়ী হাবু হাওলাদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা অবিলম্বে হত্যাকারী আগ্নেয়াস্ত্রধারী শীর্ষ সন্ত্রাসী আতাউর রহমান অপু, রোমান মাঝি, ও হাসানদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানান।
 
নিহত কাউসারের মা রিয়া খানম মানববন্ধনে কান্নাজড়িত কণ্ঠে বলেন— “আমার সন্তানকে যারা হত্যা করেছে তারা দেশের মধ্যেই আছে। তারা ধর্ষক, সন্ত্রাসী, খুনী—তাদের কেন প্রশাসন গ্রেফতার করছে না? তাহলে কি এভাবেই মায়ের বুক খালি হতে থাকবে? আমি প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি, সঠিক তদন্ত করে দোষীদের দ্রুত গ্রেফতার করে ফাঁসির ব্যবস্থা করুন। যাতে আর কোনো মায়ের বুক খালি না হয়।”
মানববন্ধন ও বিক্ষোভে এলাকার দুই শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন।
 
উল্লেখ্য, গত ৬ আগস্ট সন্ধ্যা সাড়ে ৫ টার দিকে অবৈধ ড্রেজার ব্যবসা ও বালুবাহী বাল্কহেড চলাচলে বাধা দেওয়ায় সিরাজদিখানে সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের হামলায় আহত হন অহিদুল শিকদার (৪০), কাইয়ুম খান (৪৪) ও কাউসার খান (২০)। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২৩ আগস্ট রাত ২টার দিকে কাউসার খান মারা যায়।



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]