বাংলাদেশের মানুষ রক্ত দিতে জানে, চক্রান্ত করে বিএনপিকে দমিয়ে রাখা যাবে না- বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জি কে গউছ

আপলোড সময় : ০১-০৯-২০২৫ ০৯:২২:৫৭ অপরাহ্ন , আপডেট সময় : ০১-০৯-২০২৫ ০৯:২২:৫৭ অপরাহ্ন
 
লিটন পাঠান, হবিগঞ্জ প্রতিনিধি।  
 
হবিগঞ্জে প্রচন্ড রৌদ্রের তাপকে উপেক্ষা করে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বিশাল বর্ণাঢ্য র‌্যালী ও সমাবেশ করেছে জেলা বিএনপি। সোমবার দুপুর সাড়ে ১২টায় শায়েস্তানগরস্থ কেন্দ্রীয় ঈদগা থেকে র‌্যালী শুরু করে শহর প্রদক্ষিণ করে।

এর আগে কেন্দ্রীয় ঈদগা ময়দানে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ।

সমাবেশ জি কে গউছ বলেন- বিএনপিকে ধ্বংস করার জন্য প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে শহীদ করা হয়েছিল। শেখ হাসিনা রাজনৈতিক প্রতিহিংসা পরায়ন হয়ে বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় দন্ড দিয়ে কারাবন্দি করে বিএনপিকে আবারও ধ্বংসের ষড়যন্ত্র করেছিল। শেখ হাসিনা দেশনায়ক তারেক রহমানকে মিথ্যা মামলায় দন্ড দিয়ে বিএনপির রাজনীতিতে ধ্বংস করতে চেয়েছিল। কিন্তু শেখ হাসিনার কোনো ষড়যন্ত্রই বিএনপিকে ধ্বংস করতে পারেনি। বিএনপি আরও সু-সংগঠিত হয়েছে।

তিনি বলেন- দীর্ঘ ১৭বছর পর আমরা মুক্ত পরিবেশে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করছি। কিন্তু আমাদেরকে সতর্ক থাকতে হবে। কারণ বিএনপিকে নিয়ে নতুন করে আবারও চক্রান্ত ষড়যন্ত্র শুরু হয়েছে।
 
কিন্তু বাংলাদেশের মানুষ রক্ত দিতে জানে, চক্রান্ত ষড়যন্ত্র করে বিএনপিকে দমিয়ে রাখা যাবে না। র‌্যালী ও সমাবেশে উপস্থিত ছিলেন, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ডাঃ সাখাওয়াত হাসান জীবন, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মিজানুর রহমান চৌধুরী, এডভোকেট হাজী নুরুল ইসলাম, এম ইসলাম তরফদার তনু, হাজী এনামুল হক, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল, সৈয়দ রিয়াজ উদ্দিন আহমেদ, জেলা যুবদলের আহবায়ক জালাল আহমেদ, সদস্য সচিব সফিকুর রহমান সিতু, জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজীব আহমেদ রিংগন, জেলা জাসাসের আহবায়ক মিজানুর চৌধুরী, জেলা কৃষক দলের আহবায়ক মফিজুর রহমান বাচ্চু, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এমদাদুল হক ইমরান প্রমুখ।



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]