ভোলায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

আপলোড সময় : ০১-০৯-২০২৫ ০৮:৪৯:০৫ অপরাহ্ন , আপডেট সময় : ০১-০৯-২০২৫ ০৮:৪৯:০৫ অপরাহ্ন

আশিকুর রহমান শান্ত ভোলা প্রতিনিধি- বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ভোলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে জেলা বিএনপির আয়োজনে এক আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কালীনাথ রায়ের বাজার
জেলা বিএনপি কার্যালয়ের সামনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য হায়দার আলী লেনিন।

এসময় তিনি বলেন, বর্তমান সরকার দেশ নিয়ে বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করছে। তারা নির্বাচন নিয়েও করছে নানান তাল বাহানা। যেহেতু বিএনপি একের পর এক ষড়যন্ত্র মোকাবেলা করেই এই পর্যন্ত এসেছে, তাই কোন ষড়যন্ত্রই আগামী ফেব্রুয়ারি নির্বাচনকে কোন ভাবেই পিছু হটাতে পারবেনা। নির্বাচন নিয়ে যতই ষড়যন্ত্র করুক না কেনো আগামী ফেব্রুয়ারিতে দেশের মাটিতে জাতীয় সংসদ নির্বাচন হবেই হবে বলে জানান তিনি।   

এসময় আরও বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিউর রহমান কিরণ, সদস্য সচিব রাইসুল আলম, বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম খান, হারুন অর রশিদ ট্রুম্যান, ফজলুর রহমান বাচ্চু মোল্লা, এনামুল হক, হুমায়ুন কবির সোপান, ইয়ারুল আলম লিটন, জেলা যুবদল সভাপতি জামাল উদ্দিন লিটন, সাধারন সম্পাদক আব্দুল কাদের সেলিম, তরিকুল ইসলাম কায়েদ, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আসিফ আলতাফ, সদস্য সচিব হেলাল উদ্দিন, সেচ্ছাসেবক দলের সভাপতি মিজানুর রহমান মাসুদ, সাধারন সম্পাদক মুনতাসির আলম রবিন চৌধুরী প্রমুখ।   

এর আগে, শহরের পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন গুলো থেকে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে জেলা বিএনপির কার্যালয়ের সামনে সমবেত হন। পরে জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের নেতৃত্বে ব্যানার ফ্যাস্টুন নিয়ে বিশাল এক বর্ণাঢ্য র্র্যালী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়।



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]