ফুলবাড়ীতে অগ্রণী ও স্ট্যান্ডার্ড ব্যাংক এর স্থান পরিবর্তন নিয়ে ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ

আপলোড সময় : ০১-০৯-২০২৫ ০৭:৩০:৫৪ অপরাহ্ন , আপডেট সময় : ০১-০৯-২০২৫ ০৭:৩০:৫৪ অপরাহ্ন

মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি- দিনাজপুর ফুলবাড়ীতে অগ্রণী ও স্ট্যান্ডার্ড ব্যাংক এর স্থান পরিবর্তন নিয়ে ব্যবসায়ীদের মধ্যে চরম ক্ষোভ। ফুলবাড়ী পৌর শহরের মেইন রোডে অবস্থিত মন্ত্রীমার্কেট। জুলাই আগষ্ট এ ফ্যাসিবাদ সরকারের পতন হওয়ার পর হঠাৎ করে মন্ত্রী মার্কেট থেকে কেন বা অগ্রণী, স্ট্যান্ডার্ড ব্যাংক ও আয়কর আফিস স্থানান্তর করা নিয়ে ব্যবসায়ীদের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে। ব্যবসায়ীরা বলছে শহরের মধ্যবর্তী স্থানে ব্যাংক দুটি হওয়ায় এখানে নিরাপত্তা সহকারে ব্যাংকগুলিতে লেনদেন সুবিধাজনক।

কিন্তু জানা যায়, ব্যাংক দুটি ফুলবাড়ীর মন্ত্রী মার্কেট থেকে স্থানান্তর করে সামসুদ্দিন টাওয়ারে নিয়ে যাওয়ার প্রক্রিয়া চলছে। সেখানে ব্যাংক দুটি চলে গেলে ব্যবসায়ীদের ব্যবসা সংক্রান্ত বিষয়ে ক্ষতিসাধন হতে পারে। এছাড়াও প্রায় অধা কিলোমিটার দূরে স্থানান্তর করা হচ্ছে। এ বিষয়ে ব্যবসায়ী সাগর বাবু, মোঃ রেজাউল ইসলাম সহ শতাধিক ব্যবসায়ী জানান, ব্যাংক দুটি স্থানান্তর করা হলে আমাদের ব্যবসায়ী লেনদেন সংক্রান্ত বিষয়ে সমস্যা দেখা দিতে পারে।

এ বিষয়ে অগ্রণী ব্যাংকের ম্যানেজার মোঃ মকছেদ আলী জানান, অনেকে এ ভবনে না থাকার জন্য চাপ প্রয়োগ করেন। সে কারণে ব্যাংক স্থানান্তরের জন্য ইতিমধ্যে আমাদের উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে। তাদের নির্দেশে ব্যাংক এর স্থান পরিবর্তন করার প্রক্রিয়া চলছে। তবে আমাদের ইচ্ছ ছিলনা স্থান পরিবর্তন করার।




 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]