
নিজস্ব প্রতিবেদক
ফরিদপুরের ভাঙ্গায় অবৈধ অস্ত্র পাকিস্তানি রিভলবার উদ্ধার করেছে র্যাব-১০।
ফরিদপুর জেলার ভাঙ্গা স্টেডিয়াম এলাকায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০ একটি অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় একটি পাকিস্তনি রিভলভার উদ্ধার করেছে।
গতকাল ৩১/০৮/২০২৫ তারিখ রাত আনুমানিক ২২.৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১০ এর একটি চৌকস টিম ফরিদপুর জেলার ভাঙ্গা থানাধীন ভাঙ্গা স্টেডিয়াম সংলগ্ন "ডা: কাজী ইউসুফ একাডেমি" এর পেছনে জঙ্গলের ভেতরে ময়লাস্তুপের মধ্যে পরিত্যক্ত অংশে তল্লাশি চালিয়ে অবৈধ অস্ত্র পাকিস্তানি রিভলবার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র দীর্ঘদিন ধরে সেখানে লুকিয়ে রাখা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।
আইন-শৃঙ্খলা রক্ষার স্বার্থে ও অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান আরও জোরদার করা হবে। উদ্ধারকৃত অস্ত্র সংক্রান্ত আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।