বাকৃবিতে সকাল ৮টায় কেআর মার্কেটে নতুন কর্মসূচি, হল ত্যাগের নির্দেশনা প্রত্যাখ্যান

আপলোড সময় : ০১-০৯-২০২৫ ০৩:৪৬:১৪ অপরাহ্ন , আপডেট সময় : ০১-০৯-২০২৫ ০৩:৪৬:১৪ অপরাহ্ন

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের দেওয়া আবাসিক হল ত্যাগের নির্দেশনা প্রত্যাখ্যান করেছে। রবিবার (৩১ আগস্ট) রাতে এক ঘোষণায় শিক্ষার্থীরা জানায়, কোনো অবস্থাতেই তারা হল ছাড়বেন না।

শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয় থেকে যে হল বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে আমরা সেটি প্রত্যাখ্যান করছি। কোনো শিক্ষার্থী হল ছাড়বে না। নারী শিক্ষার্থীদেরও হল না ছাড়ার অনুরোধ জানানো হয়েছে। ছেলেরা রাজপথে আন্দোলন চালিয়ে যাবে।

শিক্ষার্থীরা আরও জানান, সোমবার (১ সেপ্টেম্বর) সকাল ৮টায় প্রত্যেক হল থেকে শিক্ষার্থীরা কেআর মার্কেটে জড়ো হবেন এবং সেখান থেকে পরবর্তী কর্মসূচি শুরু হবে। তারা ঘোষণা দেন, আমাদের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কঠোর থেকে কঠোরতর অবস্থান নেওয়া হবে। আগামীকাল থেকে পুরো বাকৃবিতে ‘ব্ল্যাকআউট’ কর্মসূচি চলবে। কোনো ফ্যাকাল্টিতে ক্লাস-পরীক্ষা অনুষ্ঠিত হবে না। সব কার্যক্রম বর্জন করা হলো।

একই সঙ্গে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসন ও প্রক্টরিয়াল বডির পদত্যাগ দাবি করেছেন। তাদের অভিযোগ, শিক্ষকদের মদদে শিক্ষার্থীদের ওপর বর্বরোচিত হামলা চালানো হয়েছে।

এর আগে, একই দিন সকাল ১১টায় একাডেমিক কাউন্সিলের বৈঠক শেষে রাত সাড়ে ৯টায় অনুষ্ঠিত জরুরি সিন্ডিকেট সভায় বাকৃবি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সিদ্ধান্ত অনুযায়ী, সোমবার সকাল ৯টার মধ্যে সব শিক্ষার্থীকে আবাসিক হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে।




 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]