রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মার ৯০তম তিরোধান দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

আপলোড সময় : ৩০-০৮-২০২৫ ০৫:৫৭:৪৫ অপরাহ্ন , আপডেট সময় : ৩০-০৮-২০২৫ ০৫:৫৭:৪৫ অপরাহ্ন

মোঃ আকতারুজ্জামান, দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি।

পঞ্চগড়ের দেবীগঞ্জে রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মার ৯০তম তিরোধান দিবস যথাযথভাবে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৯ আগস্ট) দেবীগঞ্জের ঐতিহাসিক শ্রীশ্রী সীতানাথ মহাক্ষেত্র ধামের পঞ্চানন ভবনে এ সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন, ক্ষত্রিয় সমিতি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অধ্যক্ষ উমাপতি রায়। এসময় তিরোধান দিবস সফলভাবে পালনের লক্ষ্যে পঞ্চগড় জেলা ক্ষত্রিয় সমিতির সাধারণ সম্পাদক হরিশ চন্দ্র রায়কে আহ্বায়ক করে ১৭ সদস্য বিশিষ্ট প্রস্তুতি কমিটি গঠন করা হয়।

উল্লেখ্য, ক্ষত্রিয় সমিতির প্রতিষ্ঠাতা রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মা ১৪৩২ বঙ্গাব্দের ২৩ ভাদ্র পরলোক গমন করেন। প্রতিবছর তাঁর মৃত্যুবার্ষিকীতে বাংলাদেশ ছাড়াও ভারতের পশ্চিমবঙ্গের শিলিগুড়ি, কলকাতা, আসাম এবং নেপালের কিছু অংশে স্মরণসভা অনুষ্ঠিত হয়ে আসছে।

আগামী ৯ সেপ্টেম্বর দেবীগঞ্জের ঐতিহাসিক শ্রীশ্রী সীতানাথ মহাক্ষেত্র ধামে (সমিতির ডাঙা) পঞ্চানন বর্মার ৯০তম তিরোধান দিবস পালিত হবে।




 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]