
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী: গাছ লাগান পরিবেশ বাঁচান, গাঁছ লাগান নগরীর মানুষকে উত্তপ্ত গরম থেকে রক্ষা করুন, এই স্লোগান কে সামনে রেখে রাজশাহী রিপোর্টার্স ইউনিটি’র (আরআরইউ), ও রিভার সিটি প্রেসক্লাব, রাজশাহীর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।
বুধবার (২৯ সেপাটম্বর) বিকাল ৪টায় নগরীর মতিহার থানার অক্ট্রয় মোড় এলাকায় মহাসড়কের ডিভাইডারের মাঝে এবং দৃষ্টিনন্দন ফুটপাতের টবে বকুল ফুলের চরা রোপণ করা হয়। এছাড়াও অক্ট্রয় মোড় রাবি প্রাচির সংলগ্ন পুকুর পাড়ে অর্ধশতাধিক বিভিন্ন ফলের চারা রোপণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, রাজশাহী রিপোর্টার্স ইউনিটির (আরআরইউ) সভাপতি আব্দুল মুগণী নিরো, সাধারণ সম্পাদক মোঃ আবু হেনা মোস্তফা জামান। রিভার সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, মাসুদ রানা রাব্বানী, সাংগঠনিক সম্পাদক, মাসুদ আলী পুলক, সাংবাদিক আকাশ সরকার, সারোয়ার জাহান বিপ্লব, মোঃ মিজানুর রহমান টনি, ইব্রাহিম হোসেন সম্ধসঢ়;্রাট, মোঃ পারভেজ ইসলাম, আতিকুর রহমান মুন্টু।
এছাড়াও উপস্থিত ছিলেন, মোঃ কামাল হোসেন, ভ্যাদন, সেহের, মাসুম প্রমুখ।