মধ্যপাড়া পাথর খনিতে বিস্ফোরক সংকটে গত দুইদিন ধরে উৎপাদন বন্ধ

আপলোড সময় : ৩০-০৮-২০২৫ ০৫:০৪:৫৩ অপরাহ্ন , আপডেট সময় : ৩০-০৮-২০২৫ ০৫:০৪:৫৩ অপরাহ্ন

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি: দেশের উত্তরাঞ্চলের দিনাজপুরের মধ্যপাড়া পাথর খনিতে বিস্ফোরক সংকটের কারণে অনির্দিষ্টকালের জন্য পাথর উত্তোলন ও খনির কার্যক্রম বন্ধ হয়ে গেছে। গত বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে এ বিষয়ে নিশ্চিত করেছেন দিনাজপুরের মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী ডিএম জোবায়েদ হোসেন। তবে খনির রক্ষণাবেক্ষণের কাজ চালু থাকবে বলে জানিয়েছেন খনি কর্তৃপক্ষ।

প্রাপ্ত তথ্যে জানা গেছে, মধ্যপাড়া খনির পাথর উৎপাদন ও খনি উন্নয়ন কাজে ব্যবহৃত অতি প্রয়োজনীয় বিস্ফোরক মধ্যপড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড (এমজিএমসিএল) কর্তৃপক্ষ নির্দিষ্ট সময়ে চাহিদা মোতাবেক সঠিক সময়ে সরবরাহ করতে ব্যর্থ হওয়ায় খনির পাথর উৎপাদন কার্যক্রম ও উন্নয়ন কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে। খনির কার্যক্রম সচল রাখতে বিস্ফোরক একটি অতি প্রয়োজনীয় উপাদান। কিন্তু বিগত বছরগুলোতে বিভিন্ন সময়ে এমজিএমসিএল এই বিস্ফোরক দ্রব্য সময়মত সরবরাহ করতে না পারার ফলে বেশ কয়েকবার খনির পাথর উত্তোলন ও উন্নয়ন কাজ বন্ধ হয়ে যায়।

উল্লেখ্য যে, বিষ্ফোরক সরবরাহ অব্যাহত রাখতে আগে থেকে খনি কর্তৃপক্ষকে বিষয়টি নিয়ে দ্রুত কাজ করা উচিত ছিলো। এসব বিস্ফোরক দ্রব্য বিদেশ থেকে আমদানি করতে হয়। কিন্তু খনি কর্তৃপক্ষ সেদিকে কোন নজর দেন নি। এ বিষয়ে দ্রুত সরকারি ভাবে পদক্ষেপ নিয়ে বিস্ফোরক আমদানি করা অতি জরুরী হয়ে পড়েছে। তাই নিরবিচ্ছিন্নভাবে পাথর খনির কার্যক্রম চালু রাখার জন্য সরকারকে দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছে স্থানীয় ব্যবসায়ীরা।

ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী ডিএম জোবায়েদ হোসেন বলেন, বিস্ফোরক সংকটের কারণে খনির উন্নয়ন কার্যক্রম বন্ধ হয়ে গেছে। তবে খনির রক্ষণাবেক্ষণের কাজ চালু থাকবে। খনি উৎপাদন চালু রাখতে আমরা খুব শীর্ঘ্রই বিস্ফোরক আমদানির ব্যবস্থা করবো এবং খনিটি অতি তাড়াতাড়ি আবারোও উৎপাদনে চলে যাবে। খনি বিশেষজ্ঞদের মতে, বিস্ফোরক দ্রব্য আমদানি করতে দেরি হলে খনি উন্নয়ন এবং উৎপাদন বন্ধ থাকার কারণে সংশ্লিষ্ট মেশিনারিজ ও যন্ত্রাংশ অব্যবহৃত অবস্থায় পড়ে থাকলে নষ্ট হওয়ার সম্ভাবনাও রয়েছে বলে জানান। তবে খনিটির উৎপাদন দীর্ঘদিন বন্ধ থাকলে পাথর উৎপাদন ব্যহত হবে। এ ব্যাপারে বিভিন্ন মহল, ব্যবসায়ী ও স্থানীয় সুধীজন অতি দ্রুত বিস্ফোরক আমদানি করতে খনিজ সম্পদ মন্ত্রনালয়ের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।




 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]