যাত্রাবাড়ীতে রং মিস্ত্রিকে কুপিয়ে হত্যা- শরীয়তপুরে র‌্যাবের অভিযানে একজন গ্রেফতার।

আপলোড সময় : ৩০-০৮-২০২৫ ০৩:৪১:০৬ অপরাহ্ন , আপডেট সময় : ৩০-০৮-২০২৫ ০৩:৪১:০৬ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক​

যাত্রাবাড়ীতে রং মিস্ত্রিকে কুপিয়ে হত্যা- শরীয়তপুরে র‌্যাবের অভিযানে একজন গ্রেফতার।

রাজধানীর যাত্রাবাড়ীতে রং মিস্ত্রী শেখ বাবুল হোসেন বাবু (৩৫)’কে কুপিয়ে হত্যা করা হয়। ঘটনার পর র‌্যাব শরিয়তপুরের নড়িয়ায় অভিযান চালিয়ে মামলার অন্যতম আসামি কমন্ডার রাজু (৩৪)’কে গ্রেফতার করে।

গত ১১/০৮/২০২৫ তারিখ সকাল অনুমান ০৬.১০ ঘটিকার সময় ভিকটিম শেখ বাবুল হোসেন বাবু (৩৫) কাজের উদ্দেশ্যে বাসা থেকে বের হলে, ধলপুর হাসনাহেনা গলির তিন রাস্তার মোড়ে পৌঁছার সঙ্গে সঙ্গে একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। মাথা, পেট, বুক, পিঠ ও পায়ে এলোপাতাড়ি কোপানো হয় তাকে।

স্থানীয় সিকিউরিটি গার্ড ও এলাকাবাসীর সহায়তায় গুরুতর আহত অবস্থায় ভিকটিম বাবুকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়, সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১৩/০৮/২০২৫ তারিখ সকাল অনুমান ০৬.২৫ ঘটিকার সময় তিনি মৃত্যুবরণ করেন। পরবর্তীতে ডিসিস্টের বাবা যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন (মামলা নং- ৬৭, তারিখ- ২১/০৮/২০২৫ খ্রি.)।


মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিদের গ্রেফতারে র‌্যাব-১০, ঢাকা বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন। র‌্যাব-১০ এর একটি দল র‌্যাব-৮ এর সহযোগীতায় গত ২৮/০৮/২০২৫ তারিখ দুপুর অনুমান ১২.৩০ ঘটিকার সময় শরিয়তপুর জেলার নড়িয়া থানার পন্ডিতসার বাজার এলাকায় অভিযান চালায়। সেখান থেকে মামলার অন্যতম আসামি কমান্ডার রাজু (৩৪), পিতা- মৃত জালাল উদ্দিন, সাং- কাঠহুগলী, থানা- নড়িয়া, জেলা- শরীয়তপুর’কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।




 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]