অস্ত্র ও মাদক মামলায় সাজাপ্রাপ্ত ০২ পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার।

আপলোড সময় : ৩০-০৮-২০২৫ ০৩:৩৫:২২ অপরাহ্ন , আপডেট সময় : ৩০-০৮-২০২৫ ০৩:৩৫:২২ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক 

র‌্যাব-১০ এর পৃথক অভিযানে অস্ত্র ও মাদক মামলায় সাজাপ্রাপ্ত ০২ পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার। 

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্য-প্রযুক্তির সহায়তায় দুটি পৃথক অভিযান পরিচালনা করে অস্ত্র এবং মাদক আইনে সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত দুই আসামিকে গ্রেফতার করেছে। 

গতকাল ২৮ আগস্ট ২০২৫ তারিখ বিকাল আনুমানিক ১৭:১৫ ঘটিকায় র‌্যাব-১০ এর একটি দল র‌্যাব-১ এর সহযোগিতায় গাজীপুর জেলার জয়দেবপুর থানা এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে রাজশাহী জেলার পুঠিয়া থানার অস্ত্র আইনে দায়েরকৃত মামলা নং- ১৩, তারিখ- ২৯/১১/২০১১, ধারা- ১৯-ক অস্ত্র আইন, ১৮৭৮ অনুযায়ী ১০ বছরের সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামি মোঃ মেহেদী হাসান @ সবুজ (২৯), পিতা- মোঃ আবুল কাশেম, সাং- বিলমাড়িয়া সাহাপাড়া, থানা- পুঠিয়া, জেলা- রাজশাহীকে গ্রেফতার করা হয়।

অপরদিকে, অদ্য ২৯ আগস্ট ২০২৫ তারিখ রাত আনুমানিক ০১:১৫ ঘটিকায় র‌্যাব-১০ এর অপর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে তথ্য-প্রযুক্তির সহায়তায় ফরিদপুর জেলার কোতোয়ালী থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ফরিদপুর জেলার কোতোয়ালী থানায় দায়েরকৃত মামলা নং- ১৪, তারিখ- ০৩/০৮/২০২২, ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১৯(ক) অনুযায়ী সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামি মোঃ সুমন বিশ্বাস (৩৫), পিতা- মোঃ মফিজুর বিশ্বাস, সাং- খোদা বক্স রোড, থানা- কোতোয়ালী, জেলা- ফরিদপুরকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য যথাযথ কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে।





 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]