বরিশালে গণধর্ষণ মামলায় ১৪ বছর সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

আপলোড সময় : ৩০-০৮-২০২৫ ০১:৪৬:৪১ পূর্বাহ্ন , আপডেট সময় : ৩০-০৮-২০২৫ ০১:৪৬:৪১ পূর্বাহ্ন

 

রাহাদ সুমন, বরিশাল ব্যুরো:

গণধর্ষণ মামলায় ১৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক মো. মিজান হাওলাদার (৪৫) নামে এক আসামিকে বৃহস্পতিবার ঢাকার হাতিরঝিল এলাকা থেকে গ্রেফতার করে আগৈলঝাড়া থানা পুলিশ। গ্রেফতার করার পরে তাকে রাতে আগৈলঝাড়া থানায় নিয়ে আসা হয়েছে।

শুক্রবার তাকে বরিশাল আদালতে হাজির করানো হলে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে। এছাড়াও মিজান ৩ টি মাদক মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামি।

মোঃ মিজান হাওলাদার বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার দক্ষিণ মোল্লাপাড়া গ্রামের মৃত আঃ রব হাওলাদারের ছেলে।

আগৈলঝাড়া থানা পুলিশ পরিদর্শক সুশংকর মল্লিক জানান, গ্রেফতার কৃত মো.মিজান হাওলাদার ও তার দুই বন্ধু মিলে ২০১১ সালে ময়মনসিংহ জেলার ফুলপুর থানা এলাকার ১৫বছরের এক কিশোরীকে অপহরন করে তিন বন্ধু মিলে ঢাকায় নিয়প গণধর্ষণ করে। এরপরে ধর্ষীতার পিতা বাদি হযে ফুলপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলা নং ৭, (৭/৬/২০১১)। ওই মালায় ময়মনসিংহ নারী ও শিশু ট্রাইবুনালের বিচারক ২০১৭ সালে মিজান হাওলাদারের অনুপস্থিতে ১৪ বছরের সাজাপ্রদান করেন। সেই থেকে মিজান আত্মগোপন করে থাকেন। তার নামে একটি গ্রেফতারি পরোআনা আগৈলঝাড়া থানায় আসে ২০১৭ সালে। আগৈলঝাড়া থানা পুলিশ আরএবি-৩ এর সহযোগিতায় বৃহস্পতিবার ঢাকার হাতিরাঝিল এলাকা থেকে গ্রেফতার বৃহস্পতিবার রাতে আগৈলঝাড়া থানায় নিয়ে আসেন। শুক্রবার সকালে তাকে বরিশাল আদালতে প্রেরণ করাহয়। আদালতে নিরর্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছো।

 

পুলিশ পরিদর্শক আরো জানান, মিজান এর বিরুদ্ধে ঢাকার ববানী থানা তিনটি মাদক মামলা রয়েছে। ওই মামলার সে ওয়ারেন্ট ভুক্ত আসামী।



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]