গুরুতর আহত গণধিকার পরিষদের আহবায়ক নুরুল হক নূরকে দেখতে হাসপাতালে জামায়াত নেতৃবৃন্দ

আপলোড সময় : ৩০-০৮-২০২৫ ০১:৩২:৩৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ৩০-০৮-২০২৫ ০১:৩২:৩৬ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক
ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টি সাথে গণঅধিকার পরিষদের সংঘর্ষের জেরে গণধিকার পরিষদের আহবায়ক ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরকে নিষ্ঠুরভাবে পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে। চিকিৎসার জন্য প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হলেও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে স্থানান্তর করা হয়। তাৎক্ষণিক তাকে দেখতে হাসপাতালে ছুটে যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ। কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুলের নেতৃত্বে জামায়াতের একটি টিম প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান। এ সময় গণধিকার পরিষদের সদস্য সচিব রাশেদ খান, ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ, এনডিএম-এর চেয়ারম্যান ববি হাজ্জাজ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 


জামায়াত নেতৃবৃন্দের মধ্যে ছিলেন, ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য ও পল্টন থানা আমির শাহীন আহমদ খান, ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী প্রচার সম্পাদক আবদুস সাত্তার সুমন, মহানগরী দক্ষিণের মজলিসে শুরা সদস্য ও শাহবাগ পূর্ব থানা আমীর আহসান হাবিব, মহানগরী দক্ষিণের মজলিসে শুরা সদস্য মেসবাহ উদ্দিন প্রমুখ। নুরুল হক নূরকে দেখার পর জামায়াতের পক্ষ থেকে নূরুল ইসলাম বুলবুল উপস্থিত সাংবাদিকদের সাথে কথা বলেন।



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]