​বুড়িচংয়ে নিম্ন আয়ের নারীদের মাঝে ভিডব্লিউবি প্রকল্পের চাল বিতরণ

আপলোড সময় : ২৯-০৮-২০২৫ ০৭:১৩:৫২ অপরাহ্ন , আপডেট সময় : ২৯-০৮-২০২৫ ০৭:১৩:৫২ অপরাহ্ন
​
মোঃ আবদুল্লাহ বুড়িচং প্রতিনিধি।

কুমিল্লার বুড়িচংয়ে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় নিম্ন আয়ের নারীদের মাঝে ভিডব্লিউবি (ভালনারেবল উইমেন বেনিফিট) প্রকল্পের কার্ড ও চাল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বুড়িচং সদর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের সহযোগিতায় এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সোনিয়া হক। 

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা জোহরার সভাপতিত্বে এতে আরও উপস্থিত ছিলেন, বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, সদর ইউনিয়ন পরিষদের সচিব এটিএম কবির হোসেন , ইউনিয়ন পরিষদের সদস্য ও সংরক্ষিত নারী সদস্যবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

এবার বুড়িচং সদর ইউনিয়নে ২০২৫-২০২৬ চক্রের জন্য মোট ১৬২টি কার্ড বিতরণ করা হয়েছে। প্রতিটি কার্ডধারী নারী আগামী দুই বছর প্রতি মাসে ৩০ কেজি করে চাল পাবেন।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন বলেন, “সরকারের মূল লক্ষ্য হচ্ছে প্রান্তিক ও অসচ্ছল মানুষকে সামাজিক নিরাপত্তার আওতায় আনা। এই ভিডব্লিউবি কর্মসূচি নারীদের ক্ষমতায়ন, অর্থনৈতিক সহায়তা ও জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সরকারের প্রতিটি উদ্যোগের মূল কেন্দ্রবিন্দু হচ্ছে সাধারণ মানুষ। তাই এই সুবিধা কাজে লাগিয়ে নিজের জীবনমান উন্নয়নে সচেষ্ট হতে হবে।”

উল্লেখ্য, ভিডব্লিউবি কর্মসূচি বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত একটি সামাজিক নিরাপত্তা উদ্যোগ, যা গ্রামীণ দুঃস্থ ও অসচ্ছল নারীদের জীবনমান উন্নয়নে কার্যকর ভূমিকা পালন করছে।




 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]