
মোঃ মিনহাজুল ইসলাম সুজন, বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধিঃ
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার মাদ্রাসা শিক্ষা মানোন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৮ আগস্ট,২৫ বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা অডিটরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বিহারিপুর হোসাইনিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মোয়াজ্জাম হোসাইন আনছারীর সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বিভাগের মাননীয় সচিব মো: রফিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বরিশালের তত্ত্বাবধায়ক শিক্ষা প্রকৌশলী বলরাম কুমার মন্ডল, নির্বাহী প্রকৌশলী সহিদুল ইসলাম, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ডিজি (উন্নয়ন) জহিরুল ইসলাম, বরিশাল মাধ্যমিক ও উচ্চ শিক্ষা পরিদপ্তরের পরিচালক মোয়াজ্জম হোসেন, বরিশাল কারিগরি শিক্ষা পরিদপ্তরের পরিচালক আরিফুর রহমান, বাকেরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আতাউর রহমান রোমান সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া ও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন বক্তব্য রাখেন।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ সরকারের মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বিভাগের মাননীয় সচিব মোঃ রফিকুল ইসলাম মাদ্রাসা শিক্ষায় বর্তমানে একটি আধুনিক শিক্ষা ব্যবস্থা এখান যেমন ধর্মীয় জ্ঞান অর্জন করা সম্ভব তেমনি বর্তমানও আধুনিক সমাজ ব্যবস্থার সাথে নিজেকে গড়ে তোলার জন্য এটি একটা যথাযত মাধ্যম, মাদ্রাসা শিক্ষা এখন আর ধর্মীয় ও পরকালীন শিক্ষা ব্যবস্থার মধ্যে সীমাবদ্ধ নয়, এখান থেকে শিক্ষা নিয়া মুলত নিজেকে সমাজ সংস্কারক হিসাবে প্রতিষ্ঠিত করা যায়।