ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি।
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল পাঁচটায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে গাছতলা উচ্চ বিদ্যালয় মাঠে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোঃ নুরুল আমিন নুরু'র সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনোয়ার হোসেন পরিচালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তোফায়েল আহমেদ সোহাগ, উপজেলা যুবদলের সদস্য আল আমিন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শাহীন খান, ইমন আহমেদ মানিক, সদস্য রেজা হোসেন তালুকদার রনি, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তানভীর হাসান রাজ, রনি মিয়া, জি এম ওবায়েদুর রহমান রিগান, এম হাবিবুল্লাহ, রনি খান, উপজেলা ছাত্রদল নেতা গালিব প্রমুখ।