চান্দিনার কংগাই বাজারে উচ্ছেদ অভিযান: ২৭টি অবৈধ দোকানসহ বিএনপির কার্যালয় গুঁড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত

আপলোড সময় : ২৮-০৮-২০২৫ ০৯:৪১:৫৬ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-০৮-২০২৫ ০৯:৪১:৫৬ অপরাহ্ন

কুমিল্লা প্রতিনিধি।

কুমিল্লার চান্দিনা উপজেলার গল্লাই ইউনিয়নের কংগাই বাজারে সড়কের পাশে গড়ে ওঠা অবৈধ দখলদারদের উচ্ছেদ অভিযান চালিয়েছে প্রশাসন। বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল থেকে বিকেল পর্যন্ত চলা এ অভিযানে ২৭টি অবৈধ দোকানপাটসহ বিএনপির স্থানীয় কার্যালয়ও গুঁড়িয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

কুমিল্লা জেলা প্রশাসক এর নির্দেশে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পরিচালিত এ ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন চান্দিনা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফয়সাল আল নুর। অভিযানে সহায়তা করে চান্দিনা থানা পুলিশ। উচ্ছেদ অভিযান চলাকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এসময় উপস্থিত ছিলেন সেনাবাহিনীর একটি দল।

প্রশাসন সূত্রে জানা গেছে, কংগাই বাজার এলাকায় দীর্ঘদিন ধরে সরকারি সড়ক ও খাস জমি দখল করে মার্কেট নির্মাণ করে গড়ে তোলা হয় দোকানপাট সহ একটি মার্কেট।  একাধিকবার লিখিত নোটিশ দেওয়া হলেও দখলদাররা স্থান ছাড়েননি। শেষমেশ আইন অনুযায়ী ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এসব স্থাপনা উচ্ছেদ করা হয়। এ সময় বিএনপির স্থানীয় কার্যালয়ও উচ্ছেদ করা হয়, যা একটি দোকানঘরের আকারে গড়ে তোলা হয়েছিল এবং সরকারি জায়গায় রাস্তা দখল নিয়ে অবস্থিত ছিল বলে জানান প্রশাসনিক কর্মকর্তারা।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আল নুর জানান- সরকারি নির্দেশনায় খাস জায়গা উদ্ধার কার্যক্রমের অংশ হিসেবে আমরা গল্লাই ইউনিয়নের কংগাই বাজারে অভিযান পরিচালনা করি। সার্ভেয়ারের মাধ্যমে জায়গা পরিমাপ করে আমরা খাস জায়গা চিহ্নিত করি। যারা দীর্ঘদিন যাবৎ সরকারি জায়গা দখল করে পাকা ভবনসহ দোকানপাট নির্মাণ করে রেখেছিলেন তাদেরকে একাধিকবার চিঠি দেই। তারপরও তারা স্বেচ্ছায় দোকান-পাট সরিয়ে না নেয়ায় আমরা অভিযান পরিচালনা করে সরকারের খাস জমি উদ্ধার করি। অবৈধ স্থাপনা ২৭টি দোকানঘরের মধ্যে মুদি, স্টেশনারি, হার্ডওয়্যার, ফার্মেসী, টিনের দোকান, মাংস ও ফল দোকানসহ স্থানীয় বিএনপি’র একটি রাজনৈতিক অফিস ছিল। এতে প্রায় ৭০ শতাংশ সরকারি খাস জমি উদ্ধার করা হয়। উপজেলা জুড়ে এমন উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]