
মোঃ মোস্তফা মিয়া (পীরগঞ্জ প্রতিনিধি)।
রংপুরের পীরগঞ্জ উপজেলার রায়পুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বর্তমান অ্যাটাক কমিটির বিরুদ্ধে গুরুতর অনিয়ম ও আইনভঙ্গের অভিযোগ উঠেছে।
অভিযোগ রয়েছে, তারা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসকে না জানিয়ে এবং প্রয়োজনীয় মাইকিং ছাড়াই গোপনে দাতা সদস্য সংগ্রহের চেষ্টা চালিয়ে যাচ্ছে। যা শিক্ষা মন্ত্রণালয়ের নিয়ম ও সরকারি নির্দেশনার সম্পূর্ণ পরিপন্থী।
শিক্ষা আইনের বিধান অনুযায়ী, যেকোনো শিক্ষা প্রতিষ্ঠানে দাতা সদস্য গ্রহণ ও কমিটি গঠন প্রক্রিয়া সরকারি অনুমোদন এবং জনসাধারণের অবহিতকরণের মাধ্যমে করতে হয়। অথচ বর্তমান অ্যাটাক কমিটি আইনগত প্রক্রিয়া পাশ কাটিয়ে অবৈধভাবে নিজেদের স্বার্থে সদস্য সংগ্রহে লিপ্ত হয়েছে বলে অভিযোগ উঠেছে।
অভিভাবক ও এলাকাবাসী এ ধরনের বেআইনি কার্যক্রমের তীব্র নিন্দা জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। একইসঙ্গে তারা স্পষ্টভাবে বলেছেন—আইন বহির্ভূত এ ধরনের কার্যক্রম কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং অবিলম্বে বন্ধ করতে হবে।