রানা ইসলাম বদরগঞ্জ রংপুর।
রংপুরে বদরগঞ্জে পুকুরে ডুবে কামরুজ্জামান (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ২৮ আগস্ট উপজেলা রাধানগর ইউনিয়ন মানসিংহপুর গ্রামে নিজ বাড়ির সামনে পুকুরে এ ঘটনা ঘটে।কামরুজ্জামান উপজেলা তাতী দলের সিনিয়র সহসভাপতি জিয়াউল হক জাহিদের ছেলে। স্হানীয় এক মাদ্রাসা কামরুজ্জামান ১৪ পাড়ার হাফেজ অধ্যায়নরত ছাত্র ছিল।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, জিয়াউল হক ঢাকা, সপরিবারে বসবাস করতেন। আগামী ৩০ আগস্ট বদরগঞ্জ উপজেলা বিএনপি দ্বি বার্ষিক নির্বাচন ভোট দেওয়ার জন্য বাড়িতে এসেছিলেন। ঘটনার দিনে কামরুজ্জামান বাড়ির সামনে পুকুরে গোসল করতে নেমে ডুবে যায়। পরে পরিবারের লোকজন তাকে পুকুর থেকে মৃত্যু অবস্থায় উদ্ধার করে।
এবিষয়ে বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি একেএম আতিকুর রহমান মুঠোফোন কল দিলে তিনি ফোন রিসিভ করেনি।