রাজশাহী নগরীতে এক বৃদ্ধকে তাঁর পরিবারের কাছে ফিরিয়ে দিলেন পুলিশ

আপলোড সময় : ২৮-০৮-২০২৫ ০৮:১১:২৯ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-০৮-২০২৫ ০৮:১১:২৯ অপরাহ্ন

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মহানগরীতে ৯৭ বছর বয়সী এক বৃদ্ধকে অচেতন অবস্থায় উদ্ধার করে তার পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছেন নগরীর বেলপুকুর থানা পুলিশ। বুধবার (২৭ আগস্ট) রাত ৩টার দিকে বেলপুকুর থানার হানুরমোড় এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। বৃহস্পতিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ গাজিউর রহমান, পিপিএম।

তিনি জানান, বুধবার গভীর রাতে এসআই মোস্তাফিজ এবং এএসআই মাহবুবুলের নেতৃত্বে দইটি পুলিশ টিম রাত্রিকালীন টহল ডিউটি করছিল। রাত ৩টার দিকে তারা হানুরমোড় এলাকায় রাস্তার পাশে অচেতন অবস্থায় ওই বৃদ্ধকে দেখতে পান। প্রাথমিকভাবে তার নাম-পরিচয় জানা সম্ভব হয়নি। পরে ভোড়–য়া বাজার এলাকার একজন নাইট গার্ডের সহায়তায় তার খাবার ও বিশ্রামের ব্যবস্থা করা হয়।

থানায় আনার পর বৃদ্ধের কাছ থেকে জানা যায়, তার বাড়ি নওগাঁ জেলার আত্রাই থানায় এবং তার চার সন্তান রয়েছে। ছোট ছেলে সাইফুল মান্দা থানার মিঠাপুকুর এলাকায় বসবাস করেন। তবে এর বেশি তথ্য দিতে পারেননি তিনি। বেলপুকুর থানা পুলিশ ব্যাপক অনুসন্ধান চালিয়ে অবশেষে নওগাঁ জেলার মান্দা থানার মিঠাপুকুর এলাকায় বৃদ্ধের ছোট ছেলে সাইফুলের সন্ধান পায়। পুলিশ সাইফুলকে খবর দিলে বৃহস্পতিবার সকাল ১০টায় বেলপুকুর থানায় এসে তার বাবাকে শনাক্ত করেন।

সাইফুল জানান, তার বাবার নাম মোঃ ইসার উদ্দিন প্রামানিক, যিনি একজন হাফেজে কোরআন এবং দীর্ঘকাল ধরে স্থানীয় একটি মসজিদে ইমামতি করেছেন। বয়সজনিত কারণে তিনি এখন আর ইমামতি করতে পারেন না।

গত ২৪ আগস্ট সকাল ৯টায় পরিবারের কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন। বেলপুকুর থানা পুলিশ আনুষ্ঠানিকভাবে মোঃ ইসার উদ্দিন প্রামানিককে তার ছেলে সাইফুলের জিম্মায় হস্তান্তর করে। পিতাকে ফিরে পেয়ে সাইফুল অত্যন্ত আনন্দিত। তিনি রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বেলপুকুর থানা পুলিশের তৎপরতা এবং সহায়তার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]