আজ অনুষ্ঠিত হলো ময়মনসিংহ জেলা শ্রম ক্রাইসিস প্রতিরোধ কমিটির ৮ম সভা

আপলোড সময় : ২৭-০৮-২০২৫ ১১:৫২:০২ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-০৮-২০২৫ ১১:৫২:০২ অপরাহ্ন
 
মকবুল হোসেন ময়মনসিংহ জেলা প্রতিনিধি। 
 
ময়মনসিংহ জেলা শ্রম ক্রাইসিস প্রতিরোধ কমিটির ৮ম সভা অনুষ্ঠিত হয়েছে। ময়মনসিংহ জেলা প্রশাসন এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর (ডিআইএফই) ময়মনসিংহের আয়োজনে আজ ২৭ আগস্ট বুধবার  বিকেলে ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
 
ময়মনসিংহ জেলা প্রশাসক মুফিদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ময়মনসিংহের ভালুকা উপজেলার জামিরদিয়া, হবিরবাড়িতে অবস্থিত ওরিয়ন নীট টেক্সটাইলস লিমিটেডের মালিকানা পরিবর্তন ও শ্রমিকদের পাওনা পরিশোধে বিদ্যমান সমস্যা বিষয়ে আলোচনা করা হয়। সভাপতি প্রতিষ্ঠানের সমস্যা বিষয়ে মালিক ও শ্রমিক উভয়পক্ষের বক্তব্য শোনেন এবং সমাধানমূলক সিদ্ধান্ত দেন। মালিকানা নিয়ে বিদ্যমান সমস্যা পারস্পরিক সমঝোতার মাধ্যমে সমাধানকল্পে তাগিদ দেন। 
 
সভায় সরকারি দপ্তরের কর্মকর্তা, ওরিয়ন নীট টেক্সটাইলস লিমিটেডের মালিক ও শ্রমিক প্রতিনিধিসহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ অবস্থিত ছিলেন।





 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]