হিজলায় ইউএনও সাথে সৌজন্য সাক্ষাত করলেন জেলা মৎস্যজীবী সমিতির নেতৃবৃন্দ।

আপলোড সময় : ২৭-০৮-২০২৫ ১০:৩০:১৮ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-০৮-২০২৫ ১০:৩০:১৮ অপরাহ্ন

হিজলা প্রতিনিধিঃ বরিশালের হিজলায় জেলা জাতীয় মৎস্যজীবী সমিতি ও উপজেলা সমিতির নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করলেন উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ ইলিয়াস সিকদার ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলমের সাথে।

বুধবার বেলা ১২ টায় বরিশাল জেলা জাতীয় মৎস্যজীবী সমিতির আহ্বায়ক মোঃ সেলিম এর নেতৃত্বে সাক্ষাতে উপস্থিত ছিলেন, হিজলা উপজেলা জাতীয় মৎস্যজীবী সমিতির সদস্য সচিব মোঃ সুলাইমান জমাদার সহ অন্যান্যরা সদস্যরা।

এ সময় উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ ইলিয়াস সিকদার বলেন, জাতীয় মৎস্যজীবী কমিটি দেশের জাতীয় সম্পদ রক্ষায় প্রশাসনকে সব সময় সহযোগিতা করবেন। আগামীতে সকলে মিলে মৎস্য সম্পদ রক্ষায় কাজ করার আশ্বাস দেন।

জেলা মৎস্যজীবী সমিতির আহ্বায়ক মোঃ সেলিম বলেন, বরিশাল জেলা জাতীয় মৎস্যজীবী সমিতি জেলেদের স্বার্থ রক্ষা ও মৎস্য সম্পদ রক্ষায় কাজ করে যাচ্ছে। আমরা উপজেলায় যে নতুন কমিটি দিয়েছি তারা জেলেদের নিয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়নে সভা করে জাতীয় মৎস্য সম্পদ রক্ষায় কাজ করবে। আপনারা আমাদের পাশে থাকবেন।





 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]