মাধবপুর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোশারফ নামে ১জনের মৃত্যু

আপলোড সময় : ২৭-০৮-২০২৫ ০৬:৪৫:২৬ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-০৮-২০২৫ ০৬:৪৫:২৬ অপরাহ্ন
 
লিটন পাঠান, হবিগঞ্জ প্রতিনিধি: 
 
হবিগঞ্জের মাধবপুর পৌরসভার ৪নং ওয়ার্ড এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ক্বারী মোঃ মোশারফ মিয়া (২৪) নামে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার (২৭-আগস্ট) সকাল ৬টার দিকে মোশারফ তার মামা মোঃ শামসু মিয়ার মালিকানাধীন বেকারির ভ্যানে মালামাল গুছানোর সময় অসাবধানতাবশত একটি বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসেন। সঙ্গে সঙ্গেই সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। মোশারফ মিয়া মাধবপুর পৌরসভার ১নং ওয়ার্ড পূর্ব মাধবপুর গ্রামের হরমুজ আলীর ছেলে। সে তার মামার বেকারিতে ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।

 
ঘটনার সত্যতা নিশ্চিত করে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ সহিদ উল্লাহ বলেন, লাশ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। স্থানীয়রা জানান, মোশারফ একজন পরিশ্রমী ও দায়িত্বশীল কর্মী ছিলেন। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]