রাজশাহী নগরীতে জুতার ভেতর থেকে ১২লাখ টাকা হেরোইনসহ মাদক কারবারী গ্রেফতার

আপলোড সময় : ২৬-০৮-২০২৫ ১০:১৯:৪৫ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-০৮-২০২৫ ১০:১৯:৪৫ অপরাহ্ন


মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহী নগরীতে জুতার সোলে অভিনব কায়দায় হেরোইন পাচারকালে বিশু হেমরম (৩৮), নামের এক মাদক কারবারীকে হাতেনাতে গ্রেফতার করেছে র‍্যাব। সোমবার (২৫ আগস্ট) দিনগত রাত পৌনে একটার দিকে নগরীর বোয়ালিয়া থানাধীন দড়িখরবনা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিশু গোদাগাড়ী উপজেলার কাঁকনহাট চাতরাপুকুর গ্রামের মৃত জগেন হেমরমের ছেলে। সোমবার র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।


র‌্যাব জানায়, সোমবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, একজন মাদক কারবারী হেরোইন-সহ দড়িখরবনা এলাকায় সরবরাহের জন্য অপেক্ষা করছে। এমন তথ্যের ভিত্তিতে র‍্যাবের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এ সময় বিশুর দেহ তল্লাশী করে তার পায়ে থাকা নতুন জুতার সেলাই করা সোলের ভেতর থেকে অভিনব কায়দায় লুকানো ১২০ গ্রাম হেরোইন জব্দ করা হয়।


জিজ্ঞাসাবাদে বিশু স্বীকার করেছে, সে দীর্ঘদিন ধরে গোদাগাড়ীর সীমান্তবর্তী চর এলাকা থেকে হেরোইন সংগ্রহ করে রাজশাহী ও ঢাকাসহ বিভিন্ন স্থানে খুচরা ও পাইকারি মাদক কারবারীদের কাছে বিক্রয় করে আসছিল। গ্রেফতার বিশু হেমরমের বিরুদ্ধে বোয়ালিয়া মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার সকালে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ।



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]