বরিশালে স্বেচ্ছাসেবকদল নেতা লিটু হত্যা মামলার প্রধান আসামী জাকির গাজী গ্রেফতার

আপলোড সময় : ২৬-০৮-২০২৫ ০৮:২১:২১ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-০৮-২০২৫ ০৮:২১:২১ অপরাহ্ন

 

রাহাদ সুমন,বরিশাল ব্যুরো:

বরিশাল সদর উপজেলার কাশিপুরে স্বেচ্ছাসেবক দল নেতা লিটন সিকদার ওরফে হত্যা মামলার প্রধান আসামি জাকির হোসেন গাজীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিট এ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব-৮)।রাজধানীর দক্ষিণ যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে সোমবার (২৫ আগস্ট) বিকেল ৪টায় তাকে গ্রেপ্তার করা হয়। আটক জাকির বরিশাল সদর উপজেলার বিল্ববাড়ির আয়নাল গাজীর ছেলে।


র‌্যাব জানায়, ঘটনার পর থেকেই প্রধান আসামি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে যাত্রাবাড়ি থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতকে ঢাকা মহানগরের শ্যামপুর থানায় পুলিশের নিকট হস্তান্তর করা হয়।


বরিশাল মেট্রোপলিটন বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আল মামুন উল ইসলাম জানিয়েছেন, মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।


উল্লেখ্য, ৩১ জুলাই বরিশাল মহানগর স্বেচ্ছাসেবকদলের সাবেক সহসাংগঠনিক সম্পাদক মো. লিটন সিকদার লিটুকে প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের বোন বাদী হয়ে বিমানবন্দর থানায় মামলা দায়ের করেন। এর আগে, ওই মামলায় বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রিয়াজ মাহমুদ খান মিল্টন, মো. মিলন গাজী ও তার স্ত্রী মোসা. ইয়াসমিন আক্তার ইলাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত জাকির হোসেন গাজী নিহত লিটু সিকদারের বোনের স্বামী।



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]