বিপুল পরিমাণ ইয়াবাসহ ০১ মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব।

আপলোড সময় : ২৫-০৮-২০২৫ ১১:২৯:৪৫ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-০৮-২০২৫ ১১:২৯:৪৫ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর তেজগাঁও রেলস্টেশন এলাকা থেকে ৯৩০৬ পিস ইয়াবাসহ ০১ মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব-১। র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে সবসময় বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে অত্যন্ত অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‌্যাবের সৃষ্টিকাল থেকে এ পর্যন্ত মাদক ব্যবসায়ী, অপহরণকারী, সন্ত্রাসী, এজাহারনামীয় আসামী, ছিনতাইকারী, চাঁদাবাজ, প্রতারকচক্র, ধর্ষণকারী, পর্ণোগ্রাফি বিস্তারকারী, চোরাকারবারীদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।  
 

এরই ধারাবাহিকতায় অদ্য ২৫ আগস্ট ২০২৫ ইং তারিখ আনুমানিক ১৩:৫০ ঘটিকায় র‌্যাব-১, উত্তরা, ঢাকা এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ঢাকা রেলওয়ে থানাধীন তেজগাঁও রেলওয়ে স্টেশনের ১নং প্লাটফর্ম এর টি. এক্সআর অফিস তেজগাঁও এর সামনে পাকা রাস্তার উপর ইয়াবা ট্যাবলেট’সহ অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী গাজী ময়নাল হোসেন (৫৬), পিতা- মৃত জাহেদ আলী, থানা- বুড়িচং, জেলা- কুমিল্লা’কে গ্রেফতার করা হয়। এ সময় ধৃত আসামীর নিকট হতে ৯,৩০৬ পিস ইয়াবা ট্যাবলেট, ০১টি মোবাইল এবং নগদ ৯,৬৭০/-টাকা উদ্ধার করা হয়।
 

ধৃত আসামী দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের বিভিন্ন জেলার সীমান্ত এলাকা হতে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে দেশের বিভিন্ন প্রান্তে ইয়াবা ক্রয়-বিক্রয় করে আসছে। সে বিভিন্ন সময় সুকৌশলে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে অবৈধ মাদক দ্রব্য ইয়াবা পরিবহন করে রাজধানী ঢাকা এবং গাজীপুর’সহ দেশের বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়ীদের নিকট সরবরাহ করে থাকে। গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। 


 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]