প্রকৃতিতে দ্যুতি ছড়াচ্ছে ন্যাশনাল টি কোম্পানি অধীনে তেলিয়াপাড়া চা বাগান

আপলোড সময় : ২৫-০৮-২০২৫ ১০:৫৫:০৪ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-০৮-২০২৫ ১০:৫৫:০৪ অপরাহ্ন



বিশেষ প্রতিবেদক - সৈয়দ আখলাক উদ্দিন মনসুর
সরকার মালিকানাধীন অধীনে ন্যাশনাল টি কোম্পানির ১২ টি চা বাগানের অন্যতম একটি চা বাগানের নাম হবিগঞ্জের মাধবপুর উপজেলায় তেলিয়াপাড়া চা বাগান। এ বাগানের ফাঁড়ি বাগান সাতছড়ি চা বাগান। প্রায় ৩ হাজার একর নিয়ে পাহাড়ি উঁচু জমিতে গড়ে উঠা ফাঁড়ি সহ তেলিয়াপাড়া চা বাগানটি দর্শনে মুগ্ধ হবেন যে কেউ। ফলে বাগানটি প্রকৃতিতে আলাদা দ্যুতি ছড়াচ্ছে। বাগানের এক পাশে আছে সুরমা চা বাগান। অন্যদিকে ভারত সীমান্ত। এমন অবস্থানে থাকা তেলিয়াপাড়া চিরহরিৎ রূপ সহজেই মন কেড়ে নিয়েছে আগন্তুক।


প্রতি বছরের ন্যায় এবারো তেলিয়াপাড়া চা বাগানে এ মৌসুমে চায়ের উৎপাদন বাম্পার ফলন হয়েছে। আর সবই সম্ভব হয়েছে শ্রমিক ও কর্তৃপক্ষের মধ্যে গভীর সমন্বয়ের কারণে। শ্রমিকদের পদচারণা মুখরিত তেলিয়াপাড়ায় পাখপাখালি ও আরেকটি আকর্ষণ। এখানে প্রায় ১ হাজার ৩ শ শ্রমিক চা-পাতা উৎপাদনে কাজে জড়িত রয়েছে। বাগান ব্যবস্থাপক দেওয়ান বাহা উদ্দিন আহমেদ লিটন এর ব্যবস্থাপনায় চা শ্রমিকরা শান্তিতে বসবাস করছেন। চা শ্রমিকরা বাগানের অনেক সুযোগ সুবিধা ভোগ করে মনের আনন্দে চা উৎপাদন কাজে নিজেদের নিয়োজিত রেখেছেন। নিয়মানুযায়ী প্রতি বছরের মার্চ মাসের মাঝামাঝি সময় থেকে চা পাতা উৎপাদন শুরু হয় এবং ডিসেম্বর মাস পর্যন্ত। বর্তমানে সরেজমিনে গিয়ে দেখা যায়, তেলিয়াপাড়া চা বাগানে পুরোদমে নারী শ্রমিকরা চা-পাতা কুঁড়ি সংগ্রহ করছে। তাদের সাথে পুরুষ শ্রমিকরা নানা ভাবে শ্রম দিয়ে যাচ্ছে।


পরিদর্শন কালে দেখা যায়, তেলিয়াপাড়া চা বাগানকে আরও চিরহরিৎ করতে নতুন করে শত শত  ছায়াবৃক্ষ লাগানো হয়েছে। চায়ের গাছে নতুন কুঁড়ি ছাড়ছে। তবে নিয়ম মেনে শ্রমিকরা এ গুলো সংগ্রহ করে বাগান কর্তৃপক্ষের কাছে জমা দিচ্ছেন। চলতি বছর তেলিয়াপাড়া চা বাগানে পাতা সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল প্রায় ৫ লাখ কেজি। শ্রমিক ও কর্তৃপক্ষের গভীর সমন্বয় থাকায় চা বাগানটি এ চলতি মৌসুমে চায়ের উৎপাদন বাম্পার ফলন হয়েছে। অথচ বাকি সময়ে উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে সূত্র নিশ্চিত করেছেন। বাগান পরিদর্শন কালে, চা বাগানের বাসিন্দা শ্রমিকদের সাথে কথা বলে জানা যায়, বাগানের  শ্রমিকরা বাগানে ব্যবস্থাপক দেওয়ান বাহা উদ্দিন আহমেদ লিটন এর বহু প্রশংসা করে।


শ্রমিকরা আরো বলেন, তেলিয়াপাড়া চা বাগানে ভালো ফলনশীল উদ্যোগক্তা একমাত্র তিনি। এর পূর্বে দুই বার সহকারী ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করার সময় বাগানের চা উৎপাদন এগিয়ে চলেছিল। এর পর থেকে বাগানে চা পাতা উৎপাদন কম হওয়ায় লোকসানের দিকে এগিয়ে চলছিল। এখন চা বাগান উৎপাদন দিকে এগিয়ে যাচ্ছে। অফিস স্টাফ এবং শ্রমিকরা ব্যবস্থাপক এর কথায় মুগ্ধ হয়ে কাজে আরো মনোযোগী হচ্ছেন।


প্রসঙ্গত, হবিগঞ্জে সাতছড়ি, রেমা-কালেঙ্গা পাহাড় বেষ্টিত মাধবপুর ও চুনারুঘাট উপজেলায় ন্যাশনাল টি কোম্পানি ৪ টি চা বাগান রয়েছে। বাগান গুলো হচ্ছে - মাধবপুর উপজেলায় জগদীশপুর, তেলিয়াপাড়া, চুনারুঘাট উপজেলায় চন্ডিছড়া ও পার কুল চা বাগান। এসব চা বাগানে চা-পাতা উৎপাদনে পাশাপাশি পরিবেশ রক্ষায় বিশেষ ভূমিকা পালন রাখছ। 



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]