ব্রাহ্মণপাড়ায় ৩৫ বছরপর অবৈধ ভূমি দখলদার উচ্ছেদ

আপলোড সময় : ২৫-০৮-২০২৫ ০৯:৪২:১০ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-০৮-২০২৫ ০৯:৪২:১০ অপরাহ্ন
মোঃ অপু খান চৌধুরী।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ৩৫ বছর অবৈধ ভাবে বসত বাড়ি দখল রাখার পর অবৈধ দখলদারকে ঢাক ঢোল পিটিয়ে উচ্ছেদ করা হয়েছে। কুমিল্লা বিজ্ঞ আদালতের রায়ে গত ২৫ আগষ্ট (সোমবার) বিকেলে এ উচ্ছেদের নেতৃত্বদেন নবনিযুক্ত সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমান।


জানা যায়, গত ৩৫ বছর পূর্বে মৃত আবদুস সালামের নিকট হইতে ৬ শতক বাড়ির জায়গা ক্রয় করে ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ এলাকার বাসিন্দা জাহাঙ্গীর আলম। জাহাঙ্গীর আলম জায়গা ক্রয় সূত্রে মালিক হয়েও অবৈধ দখলদার মৃত কুডো মিয়ার ছেলে মনির হোসেন ও তার অন্য ভাই বোনেরা জায়গাটি অবৈধ ভাবে ভোগ দখল করে আসছিল। গত ২০১৯ সালে  অবৈধ দখলদার কুডো মিয়ার ছেলে মনির হোসেন আমির হোসেন ও খুশি বেগমের বিরুদ্ধে কুমিল্লা বিজ্ঞ  আদালতে মামলা দায়ের করেন জাহাঙ্গীর আলম।
 

এরই পরিপ্রেক্ষিতে ২০২১ সালে আদালত জাহাঙ্গীর আলমের পক্ষে রায় দিলে গত ২৫ আগস্ট অবৈধ দখলদারকে উচ্ছেদ করে জাহাঙ্গীর আলমকে তার জায়গা বুঝিয়ে দেন। এ সময় উপস্থিত ছিলেন এ্যাডভোকেট মামুন, নাজির মামুন। এ সময় আদালতে নির্দেশ মোতাবেক পুলিশের একটি দল উপস্থিত থেকে সহযোগিতা করেন।



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]