বুড়িচংয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

আপলোড সময় : ২৫-০৮-২০২৫ ০৬:৪৩:০৮ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-০৮-২০২৫ ০৬:৪৩:০৮ অপরাহ্ন

মোঃ আবদুল্লাহ বুড়িচং।। 
 
কুমিল্লার বুড়িচং উপজেলায় মালবাহী লরির চাপায় মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। সোমবার (২৫ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের কংশনগর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


নিহত যুবকের নাম মোহাম্মদ সাদ্দাম হোসেন (৩৬)। তিনি কুমিল্লা আদর্শ সদর উপজেলার বারপাড়া এলাকার আব্দুল বারেকের ছেলে।


স্থানীয়রা জানান, সাদ্দাম হোসেন মোটরসাইকেলযোগে কুমিল্লা থেকে দেবিদ্বারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে কংশনগর মেতিরাফ মসজিদের সামনে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী লরি তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে পড়ে গেলে লরির একটি চাকা তার মাথার ওপর উঠে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।


এ সময় বিক্ষুব্ধ স্থানীয়রা মহাসড়কে গাছ ফেলে অবরোধ সৃষ্টি করে। খবর পেয়ে ময়নামতি হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


ময়নামতি হাইওয়ে থানার সার্জেন্ট শাহপরান জানান,
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ ও দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। তবে দুর্ঘটনার পরপরই লরিটি পালিয়ে যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।


 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]