চার দফা দাবিতে গৌরীপুরে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের মানববন্ধন

আপলোড সময় : ২৫-০৮-২০২৫ ০৫:৪৫:২৪ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-০৮-২০২৫ ০৫:৪৫:২৪ অপরাহ্ন

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:
স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠার দাবিসহ ৪ দফা দাবিতে ময়মনসিংহের গৌরীপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলার গৌরীপুর রাজেন্দ্র কিশোর সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি (বাসমাশিস) এর কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।


৪ দফা দাবির অন্যান্য দাবিগুলো হলো সরকারি মাধ্যমিকের সহকারি শিক্ষকের এন্ট্রিপদ (৯ম) গ্রেডে উন্নিত করে ৪ স্তরীয় পদসোপান সৃষ্টি, আঞ্চলিক উপপরিচালকের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা সংরক্ষণসহ মাধ্যমিকের সকল কার্যালয়ের স্বাতন্ত্র্য মর্যাদা রক্ষা ও বিদ্যালয় ও পরিদর্শন শাখার সকল শূন্যপদে নিয়োগ, পদোন্নতি ও পদায়ন।


মানববন্ধন কর্মসূচীতে অংশ নেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোকছেদুর রহমান, দায়িত্বপ্রাপ্ত সহকারি প্রধান শিক্ষক মোঃ বদরুল আলম, সিনিয়র শিক্ষক মোঃ হুমায়ুন কবীর, মোঃ শাহজাহান কবীর, কাজী শফিকুল ইসলাম, মোঃ রুহুল আমীন, সহকারি শিক্ষক মোঃ সাইদুর রহমান খান, মোঃ জাহিদুল আলম, মোঃ মাহবুবুর রহমান, মোঃ মনিরুজ্জামান, শেখ ফয়জুন্নেছা সুলতানা, মাহাবুবুর রহমান, মোঃ আবুল কাশেম, মোঃ আতাউর রহমান ও জান্নাতুল নাঈম প্রমুখ।


কর্মসূচীতে গৌরীপুর রাজেন্দ্র কিশোর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোকছেদুর রহমান বলেন, সরকারি মাধ্যমিক বিদ্যালয়সমূহের বৈষম্য দূর করে স্বতন্ত্র মাধ্যমিক অধিদপ্তর প্রতিষ্ঠা, সহকারি শিক্ষকদের এন্ট্রি পদে ৯ম গ্রেডে উন্নিতকরণ করে পদসোপান সৃষ্টি, মাধ্যমিক পর্যায়ে সকল কার্যালয়ের স্বাতন্ত্র্য মর্যাদা রক্ষা, দ্রুত শূন্যপদে নিয়োগ দান, পদোন্নতি ও পদায়নের দাবিতে দেশজুড়ে এই কর্মসূচি পালন করা হয়েছে ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।




 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]