আলোচিত কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি বরিশালে গ্রেফতার

আপলোড সময় : ২৫-০৮-২০২৫ ০৫:০৯:১৮ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-০৮-২০২৫ ০৫:০৯:১৮ অপরাহ্ন
 

 

রাহাদ সুমন, বরিশাল ব্যুরো:

দেশের আলোচিত কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেফতার করা হয়েছে।

রোববার রাত সাড়ে ১০টার দিকে বরিশাল মহানগরের বাংলা বাজার এলাকার রোগনির্ণয় কেন্দ্রের পাশের এলাকার একটি বাড়ি থেকে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।


বরিশাল কোতয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, রোববার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা থেকে সিআইডির একটি দল বরিশাল পুলিশের সহায়তায় তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারের পর পরই তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে।


সিআইডি সূত্র জানায়, জুলাই অভ্যুত্থানে রাজধানীর যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করা হয়েছে।


তৌহিদ আফ্রিদি মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীর ছেলে। গত বছরের ১ সেপ্টেম্বর যাত্রাবাড়ী থানায় বাবা-ছেলেসহ ২৫ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা করা হয়। এ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও আসামি। মামলায় ১১ নম্বর আসামি তৌহিদ আফ্রিদি এবং ২২ নম্বর আসামি তাঁর বাবা নাসির উদ্দিন সাথী। এর আগে ১৭ আগস্ট যাত্রাবাড়ী থানার ওই হত্যা মামলায় নাসির উদ্দীন সাথীকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গুলশান থেকে তাঁকে গ্রেপ্তারের পরদিন রিমান্ডে নেওয়া হয়।



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]