রাজশাহীতে মুদি দোকানে চুরি, নারীসহ চোর গ্রেফতার

আপলোড সময় : ২৫-০৮-২০২৫ ০৫:০৫:৩৭ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-০৮-২০২৫ ০৫:০৫:৩৭ অপরাহ্ন

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী নগরীতে এক মুদি দোকানে চুরির ঘটনায় নারী-সহ দুইজন চোরকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দিনগত রাত সোয়া ৮টা থেকে রবিবার (২৪ আগস্ট) ভোর সাড়ে ৪টা পর্যন্ত অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো: নুর আলম (১৯) এবং মোসাঃ রাইসা ওরফে সুরভী (১৯)। তাদের কাছ থেকে চোরাই মালামাল এবং চুরির কাজে ব্যবহৃত সরঞ্জামাদি উদ্ধার করা হয়।


রবিবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ- পুলিশ কমিশনার (সদর ক্রাইম এন্ড অপস), মোঃ গাজিউর রহমান, পিপিএম। তিনি জানান, গত ১৪ আগস্ট কর্ণহার থানার দর্শনপাড়ার এক মুদি দোকানে চুরির ঘটনা ঘটে। দোকানের তালা ভেঙে বিভিন্ন মালামাল চুরি হয় বলে দোকানি কর্ণহার থানায় অভিযোগ করেন। এই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নামে।


তদন্তের এক পর্যায়ে, কর্ণহার থানার অফিসার ইনচার্জ মোঃ মাহবুব আলমের নেতৃত্বে পুলিশের একটি দল তথ্যপ্রযুক্তি এবং দোকানের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে। শনিবার রাত সোয়া ৮টার দিকে কাশিয়াডাঙ্গা থানার আশ্রয়ণ এলাকা থেকে নুর আলমকে গ্রেফতার করা হয়। রবিবার (২৪ আগস্ট) ভোর সাড়ে ৪টায় রাজপাড়া থানার মহিষবাথান এলাকার একটি বাড়ি থেকে রাইসাকে গ্রেফতার করা হয়। ওই বাড়ি থেকেই চোরাই মালামাল ও চুরির সরঞ্জাম উদ্ধার করে পুলিশ। জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা চুরির সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।


তারা জানায়, এই ঘটনায় রাইসার স্বামী মোঃ ফাইসালও জড়িত। পুলিশ ফাইসালকে গ্রেফতারের জন্য অভিযান চালাচ্ছে। এ ব্যপারে রবিবার সকালে গ্রেফতারকৃৃত নুর আলম ও রাইসাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলেও জানান আরএমপি’র এই মুখপাত্র।



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]