বানারীপাড়ায় বিএনপির দুই মনোনয়ন প্রত্যাশীর অনুসারীদের পাল্টাপাল্টি হামলা-মামলা ১৮ নেতা-কর্মীর জামিন

আপলোড সময় : ২৪-০৮-২০২৫ ০৯:২৫:২৫ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-০৮-২০২৫ ০৯:২৫:২৫ অপরাহ্ন
রাহাদ সুমন, বিশেষ  প্রতিনিধি:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-২ আসনে বিএনপির দুই মনোনয়ন প্রত্যাশীর সমর্থকদের মধ্যে হামলা,সংঘর্ষ ও পাল্টাপাল্টি মামলায় কর্নেল (অব.) সৈয়দ আনোয়ার হোসেনপন্থী ১৮ নেতা-কর্মীর জামিন মঞ্জুর করেছেন আদালত। রোববার (২৪ আগস্ট) বিকাল ৩টায় আনোয়ার অনুসারী ১৮ নেতা-কর্মী বরিশাল জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে বিচারক মোঃ মোস্তাফিজুর রহমান তাদের এ জামিন মঞ্জুর করেন।


জামিন প্রাপ্তরা হলেন, উপজেলা বিএনপির সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি সৈয়দ আফতাব হোসেন মোফাক্কের, উপজেলার বাইশারী সৈয়দ বজলুল হক কলেজ শাখা ছাত্রদলের সাবেক সভাপতি সৈয়দ আরিফুর রহমান নিক্সন, জিয়া মঞ্চের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক এস এম তারেক সরদার, বানারীপাড়া উপজেলার ইলুহার ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি পল্লী ডাক্তার মোঃ নুরুজ্জামান, বিএনপি কর্মী বীর মুক্তিযোদ্ধা শাহ আলম সরদার, খলিলুর রহমান সিকদার, সৈয়দ হাফিজুর রহমান লিটন, সৈয়দ মাহাতাব হোসেন, জিয়া মঞ্চের জেলা শাখার যুগ্ম আহবায়ক মিলন বেপারী, উপজেলার সৈয়দকাঠি ইউনিয়ন বিএনপির সাবেক কোষাধ্যক্ষ শাহাদাৎ হোসেন শামিম, ইলুহার ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নিজাম তালুকদার, বিএনপি  কর্মী ইয়ার হোসেন, জাকির হোসেন, শহিদ বালী, মোঃ বাদশা ও পরাগ হাওলাদার, বাইশারী সৈয়দ বজলুল হক কলেজ শাখা ছাত্রদলের জ্যেষ্ঠ সহসভাপতি সানাউল সানজিদ তন্ময় ও ছাত্রদল কর্মী তাহসিন রাড়ী।



এ মামলার অপর তিন আসামী সাবেক পৌর কাউন্সিলর ও বরিশাল জেলা জিয়া মঞ্চের যুগ্ম আহবায়ক তরিকুল ইমলাম মিল্টন, উপজেলা যুবদলের সদস্য মিজান রাড়ী ও বিএনপি কর্মী রফিকুল ইসলাম আদালতে হাজির হননি। গত শুক্রবার একই আসনে বিএনপির অপর মনোনয়ন প্রত্যাশী এস সরফুদ্দিন আহমেদ সান্টুপন্থী সাইফুল ইসলাম রানা বাদী হয়ে কর্নেল, (অব.) সৈয়দ আনোয়ার হোসেনপন্থী ২১ নেতা-কর্মীর বিরুদ্ধে এ মামলা দায়ের করেন।


প্রসঙ্গত, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী দলের কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টু এবং কর্নেল (অব.) সৈয়দ আনোয়ার হোসেন। এ নিয়ে স্থানীয় বিএনপিতে বিভক্তি দেখা দিয়েছে। এর জেরে দুই নেতার অনুসারীদের মধ্যে হামলা, সংঘর্ষ ও পাল্টাপাল্টি মামলার ঘটনা ঘটে। এর জেরে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এতে দলটিতে অস্বস্থির পাশাপাশি সংঘাতের আশঙ্কায় উৎকণ্ঠায় রয়েছেন স্থানীয়রা।


জানা গেছে, গত বুধবার কর্নেল (অব.) সৈয়দ আনোয়ার হোসেন বানারীপাড়ার বিশারকান্দি ইউনিয়নে রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার প্রচারে লিফলেট বিতরণ, গণসংযোগ ও পথসভা করেন। পরে সন্ধ্যায় তিনি উদয়কাঠি ইউনিয়নের লবণসাড়া গ্রামের বাড়িতে ফেরার পথে বড় ব্রিজের ঢালে তাঁর অনুসারীদের সঙ্গে অন্য মনোনয়ন প্রত্যাশী এস সরফুদ্দিন আহমেদ সান্টুর অনুসারীদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষে বেশ কয়েকজন আহত হন। এর প্রতিবাদে সান্টু অনুসারী উপজেলা, পৌর বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গত শুক্রবার সকালে পৌর শহরে সন্ত্রাসবিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন।


এদিন ( শুক্রবার) সন্ধ্যায় কর্নেল (অব.) সৈয়দ আনোয়ার হোসেন বরিশাল হয়ে ঢাকায় ফেরার পথে সান্টুপন্থিদের হামলার আশঙ্কায় সেনাবাহিনী ও পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়। এদিকে সংঘর্ষের ঘটনায় বৃহস্পতিবার বানারীপাড়া থানায় সৈয়দ আনোয়ার হোসেনের সমর্থক মোজাম্মেল হোসেন ডালু বাদী হয়ে মামলা করেন। এতে সান্টুপন্থি ১৩ নেতাকর্মীকে আসামি করা হয়।


তারা হলেন– উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক সবুর খান, ইলুহার ইউনিয়ন বিএনপির সভাপতি শাকিল আহম্মেদ, সফিকুল ইসলাম তুহিন, এনায়েত, শহিদ, দুলাল, আনছার, নাছির,রফিক মল্লিক, মাকসুদুর রহমান, ডালিম, মেহেদী হাসান মিঠু,রানা তালুকদার, অপি হোসেন ও রাসেল। পরদিন শুক্রবার সান্টুপন্থী সাইফুল ইসলাম রানা বাদী হয়ে আনোয়ারপন্থী ২১ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। এ মামলার আসামী ২১ জনের মধ্যে ১৮ জন রোববার আদালত থেকে জামিন নেন। 



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]