চুনারুঘাটে এক গৃহবধূ ৫ দিন ধরে নিখোঁজ

আপলোড সময় : ১৯-০৮-২০২৫ ০৮:২২:২৪ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-০৮-২০২৫ ০৮:২২:২৪ অপরাহ্ন
 
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধিঃ গত ৫দিন ধরে হবিগঞ্জের চুনারুঘাটে এক গৃহ বধু নিখোঁজ রয়েছে। সম্ভাব্য বিভিন্ন স্থানে খুঁজাখুঁজি করে না পেয়ে তার স্বামী বাদী হয়ে চুনারুঘাট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।


জানা যায়, চুনারুঘাট উপজেলার সাটিয়াজুরী ইউনিয়নের দারাগাঁও চা বাগানের মানিক রবিদাসের ছেলে সমিত রবিদাসের স্ত্রী পপি শীল সুইটি গত ১৫ আগষ্ট (শুক্রবার) দুপুরে সকলের অজান্তে বাড়ী থেকে বের হয়। তারপর থেকেই সে নিখোঁজ রয়েছে। পপি শীল সুইটি একই এলাকার রাধা শীলের মেয়ে। বিষয়টি জানাজানি হলে সুইটির স্বামীসহ পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খুঁজাখুঁজি করেও কোন সন্ধান পায়নি। এ ব্যাপারে স্বামী সমিত রবিদাস চুনারুঘাট থানায় জিডি করেছেন। (জিডি নং ৯৩৩/২০২৫)। স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য সনজয় জানান খবর পেয়ে আমরাও বিভিন্ন স্থানে খুজ খবর নিয়েছি।কিন্তু কোন সন্ধান পায়নি।


এ ব্যাপারে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নুর আলম জানান, বিষয়টি তদন্ত চলছে। তাকে পাওয়ার সম্ভ্যব্য বিভিন্ন স্থানে খুজ নেয়া হচ্ছে।



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]