
এইচ এম বাশার ইন্দুরকানি (পিরোজপুর) প্রতিনিধি : দীর্ঘ ১৭ বছর পর পিরোজপুরের ইন্দুরকানিতে (জিয়ানগরে)বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির স্বেচ্ছাসেবক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫আগস্ট) বিকেল ৫ টায় সেতারা স্মৃতি মাধ্যমিক বিদ্যালয় মাঠে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।
আর এই অনুষ্ঠিত কর্মী সমাবেশ সফল ও সার্থক করতে বিশাল মিছিল নিয়ে সমাবেশে যোগদান করেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক প্রার্থী সোহেল সিকদার।
বিকাল ৪:৩০মি:কলেজ মোড় হতে সোহেল শিকদারের নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে কর্মী সমাবেশে যোগদান করে।এসময় স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠেছে চারপাশ।
সাবেক এই ছাত্রনেতা বর্তমান উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য ও সাধারণ সম্পাদক প্রার্থী। এবং জিয়ানগর উপজেলা সদর ইউনিয়নের সাবেক ছাত্রদলের সভাপতি, জিয়ানগর উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি, জিয়ানাগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের ২ নং যুগ্ন আহবায়ক,
তিনি বলেন, জেলা এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ যদি ত্যাগীদের মূল্যায়ন করে এবং বিগত ফ্যাসিস্ট আমলে রাজপথের সামনের শাড়ি থেকে নেতৃত্ব দিয়েছেন জেল জুলুম হুলিয়ার তোয়াক্কা না করে রাজপথে থেকেছেন তাদেরকে মূল্যায়ন করে তাহলে আমি সাধারণ সম্পাদক পথ পাব ইনশাআল্লাহ