মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : ফুলবাড়ীতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) ফুলবাড়ী উপজেলা কমিটির সম্মেলন অনুষ্ঠিত।
গতকাল শনিবার সকাল ১১ টায় ফুলবাড়ী প্রেসক্লাবের হলরুম থেকে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির “মুক্তিযুদ্ধের চেতনা ও ২৪ এর আকাঙ্খার বাস্তবায়ন চাই” স্লোগান এক বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দুপুর ১২টায় নিজ কার্যালয়ে গিয়ে শেষ হয়।
মিছিল শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, মোঃ আলতাফ হোসেন, সদস্য কেন্দ্রীয় কমিটি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।
সম্মেলনের উদ্বোধন ও অধিবেশনে বক্তব্য রাখেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ফুলবাড়ী উপজেলা শাখার সভাপতি জয়প্রকাশ গুপ্ত, এ্যাড. মোঃ মেহেরুল ইসলাম, সভাপতি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, দিনাজপুর জেলা শাখা, মোঃ গোলাম কিবরিয়া দিনাজপুর জেলা সম্পাদক মন্ডলীর সদস্য, চন্দনা রানী সদস্য, দিনাজপুর জেলা কমিটি, মোঃ হাফিজার রহমান সভাপতি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি পার্বতীপুর উপজেলা শাখা, দিলীপ কুমার রায়, সহ-সাধারণ সম্পাদক পার্বতীপুর উপজেলা কমিটি, সঞ্জিত প্রসাদ জিতু, সম্পাদক, বাংলাদেশ বিপ্লবী কমিউনিস্ট লীগ, ফুলবাড়ী উপজেলা কমিটি।
সম্মেলণ পরিচালনা করেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির ফুলবাড়ী উপজেলার সাধারণ সম্পাদক এসএম নুরুজ্জামান। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সম্মেলনে, পার্বতীপুর, দিনাজপুর ও ফুলবাড়ী সকল নেতাকর্মী উপস্থিত ছিলেন।