‎খালেদা জিয়ার জন্মদিনে হোসেনপুরে তাঁতীদলের দোয়া মাহফিল

আপলোড সময় : ১৬-০৮-২০২৫ ০৫:৩৯:৪৫ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-০৮-২০২৫ ০৫:৩৯:৪৫ অপরাহ্ন


‎মাহফুজ রাজা, স্টাফ রিপোর্টার: ‎বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে কিশোরগঞ্জের হোসেনপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

‎শুক্রবার (১৫ আগস্ট) সন্ধ্যার পরে উপজেলা তাঁতীদলের আয়োজনে পৌরসভার নতুন বাজার এলাকায় তাঁতীদলের কার্যালয়ে একর্মসূচি অনুষ্ঠিত হয়।

‎উপজেলা তাঁতীদলের সদস্য সচিব আশরাফুল ইসলাম এর ব্যবস্থাপনায়, দোয়া মাহফিলে অংশ নেন সিদলা ইউনিয়ন যুবদলের যুগ্ন সাধারণ সম্পাদক কারানির্যাতিত নেতা আল-মামুন। যুগ্ন আহ্বায়ক লুৎফর রহমান, আলমগী হোসেন, পৌর সদস্য সচিব তানভির আহমেদ আরজু,

এছাড়াও উপস্থিত ছিলেন, জেলা তাঁতীদলের সদস্য স্বপন মিয়া। উপজেলা জাসাস এর সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রুবেল। কলেজ শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক কারা নির্যাতিত কাওসার আহমেদ প্রমূখসহ জেলা, উপজেলা, পৌর এবং ইউনিয়ন শাখার  নেতাকর্মীরা।

‎দলীয়ভাবে জন্মদিনে কেক কাটার আয়োজন না থাকলেও বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

‎এছাড়াও, দোয়া মাহফিলে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনা করা হয়।


 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]