
নিজস্ব প্রতিবেদক : র্যাব-১৩ এবং র্যাব-১ এর যৌথ অভিযানে রংপুর জেলার গংগাচড়া থানার চাঞ্চল্যকর দুই শিশুকে হত্যার পর বালি চাপা দেওয়ার ঘটনায় এজাহারনামীয় আসামী গ্রেফতার।
’বাংলাদেশ আমার অহংকার'- এই মূলমন্ত্রকে সামনে রেখে এলিট ফোর্স র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন হত্যা, ধর্ষণ, রাহাজানিসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
বাদী কর্তৃক দায়েরকৃত এজাহার সূত্রে জানা যায় যে, গত ০৫/০৮/২০২৫ তারিখ সকাল আনুমানিক ০৯.৩০ ঘটিকায় শিশু ভিকটিম আব্দুর রহমান @ রোমান (০৮) ও মারুফ (০৬) প্রতিবেশী বাচ্চাদের সাথে খেলাধুলা করার জন্য বাড়ির বাইরে যায়। পরবর্তীতে ভিকটিমের পরিবার খোঁজাখুঁজি করে না পেয়ে নিখোঁজের সংবাদটি মাইকে প্রচার করে। একই তারিখ দুপুর অনুমান ০১.৪০ ঘটিকার সময় ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজনের সহায়তায় ঘাঘট নদী সংলগ্ন বালুর পয়েন্ট হতে দুই শিশু ভিকটিম আব্দুর রহমান @ রোমান (০৮) ও মারুফ (০৬) এর মৃতদেহ জখমপ্রাপ্ত অবস্থায় উদ্ধার করা হয়। পরবর্তীতে শিশু ভিকটিম আব্দুর রহমান @ রোমান এর পিতা বাদী হয়ে গংগাচড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-১২/২৬১, তারিখঃ ০৭/০৮/২০২৫ ইং ধারাঃ ৩০২/২০১/৩৪ পেনাল কোড-১৮৬০।
বিষয়টি নিয়ে প্রিন্ট, ইলেকট্রনিক ও সোশ্যাল মিডিয়া এবং এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এরই ধারাবাহিকতায় র্যাব ১৩, সিপিএসসি, রংপুর ও র্যাব-১, সিপিএসসি, গাজীপুর ক্যাম্পের একটি চৌকস যৌথ আভিযানিক দল ১৫ আগস্ট ২০২৫ তারিখ সন্ধ্যা ০৭.১০ ঘটিকার সময় জিএমপি, গাজীপুর জেলার কোনাবাড়ী থানাধীন কোনাবাড়ী ফ্লাইওভারের উত্তর পাশ এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে রংপুর জেলার গংগাচড়া থানার চাঞ্চল্যকর দুই শিশু আব্দুর রহমান @ রোমান (০৮) ও মারুফ (০৬) হত্যার এজাহানামীয় আসামী মোঃ মনু মিয়া (২৮), পিতা-মৃত আনোয়ারুল ইসলাম, সাং-সিটপাইকান (আলমবিদিতর), থানা-গংগাচড়া, জেলা-রংপুর'কে গ্রেফতার করতে সক্ষম হয়।
পরবর্তী কার্যক্রমের জন্য গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।