ব্রাহ্মণপাড়ায় মাদকসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

আপলোড সময় : ১৫-০৮-২০২৫ ০৯:২৭:০০ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-০৮-২০২৫ ০৯:২৭:০০ অপরাহ্ন

মোঃ অপু খান চৌধুরী।

ব্রাহ্মণপাড়া থানা পুলিশ গোপন সংবাদে অভিযান চালিয়ে ৪ মাদকের কারবারিদের গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করেছে। 
থানা সূত্রে জানা গেছে, গত ১৪ ও ১৫ আগস্ট শশীদল ইউনিয়নের বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে নারী মাদক কারবারি সহ ৪ জনকে গ্রেপ্তার করে। 

ব্রাহ্মণপাড়া থানার এস আই মেহেদী হাসান জুয়েল সঙ্গীয় ফোর্স সহ অভিযান চালিয়ে শশীদল ইউনিয়নের মল্লিকাদিঘী টু নারায়নপুর রাস্তার পাশ থেকে একটি মোটরসাইকেল ও ৮ বোতল স্কাফ সিরাপ সহ ৩ মাদককারবারীকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার শীতলপাড়া এলাকার মৃত্যু আনু মিয়ার ছেলে রাসেল (৩২) একই এলাকার তাজুল ইসলাম এ-র ছেলে সাজ্জত ভূইয়া রবিন (২০)ও রুবেল মিয়ার ছেলে সজিব মিয়া (২০) মোটরসাইকেল সহ গ্রেপ্তার করে। অপর দিকে শশীদল ইউনিয়নের সাজঘর এলাকায় এস আই আবদুস সবুর খান সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার চিনামূড়া এলাকার মজিবুর রহমানের স্ত্রী কাজল বেগমকে ৯৬ পিস রেড ব্লু সহ গ্রেপ্তার করে।

তাদের বিরুদ্ধে ব্রাহ্মণপাড়া থানায় মাদক আইনে মামলা হয়েছে। ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ মো: দেলোয়ার হোসেন সততা নিশ্চিত করে বলেন গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]